শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগ রমজানের প্রথম দিনে খাদ্যসামগ্রী

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগ রমজানের প্রথম দিনে খাদ্যসামগ্রী পেল রূপগঞ্জের ৫ হাজার পরিবার রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক পবিত্র রমজান উপলক্ষে এবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ। দেশের শীর্ষস্থানীয় এই দুই শিল্প গ্রুপের পক্ষ থেকে গতকাল শুক্রবার রমজানের প্রথম দিনে পাঁচ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় এবার রমজানে রূপগঞ্জের মোট ২৫ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। গতকাল উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, রমজান মাসজুড়ে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা চলমান থাকবে। রূপগঞ্জে ১০ রমজান পর্যন্ত ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা কর্মসূচি শেষে দরিদ্রদের মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্রও বিতরণ করা হবে। রংধনু গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, পবিত্র রমজান মাস ছাড়াও অন্যান্য দিনে কর্মহীন, গরিব ও অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে বসুন্ধরা ও রংধনু গ্রুপ। বিশেষ করে রোজায় যেসব মানুষ পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে দিন পার করছে, আমরা তাদের পাশে আছি। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল বলেন, করোনা মহামারি থেকে শুরু করে নানা দুর্যোগে আলহাজ রফিকুল ইসলাম বারবার সাধারণ ও নিরীহ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বিগত সময়ে বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের উদ্যোগে রূপগঞ্জের মানুষ অনেক সহায়তা পেয়েছেন। গত বৃহস্পতিবার রমজান শুরুর আগের দিন রংধনু গ্রুপের উদ্যোগে ৫ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, সদস্য করিম পাঠান, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সহসভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভূঁইয়া, আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, আওয়ামী লীগ নেতা শমসের আলী, হাজী আমিন হোসেন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, কামাল হোসেন, মো. জলিল ভূঁইয়া, শওকত আলী ইমন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ প্রমুখ।

এই বিভাগের আরো খবর