
জয় বাংলাদেশ-জয় তৃণমূল পার্টি" এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তৃণমূল পার্টি নামে একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
"জয় বাংলাদেশ-জয় তৃণমূল পার্টি" এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তৃণমূল পার্টি নামে একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (২২ জানুয়ারী) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আখরাম খাঁ হল মিলনায়তনে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার, মহাসচিব হাসান খালেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক এসকে কামরুল ইসলাম প্রমুখসহ সংগঠনটির শতাধিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেশ ও সমাজ সেবায় গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক শুন্য বৈষম্য ও নাগরিক অধিকারসহ ২৫ টি অঙ্গিকার বাস্তবায়নের কথা উল্লেখ করে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।