শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বাংলাদেশ দলের আগামী ওপেনার মিঠুন?

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

বাংলাদেশ জাতীয় দলের সব ফরম্যাটেই ওপেনিং জুটিতে রয়েছে বিশাল সমস্যা। এই সমস্যা যেনো ছুটছেই না বেশ কয়েক বছর ধরে। তামিম সঙ্গী হিসেবে পায়নি কোন এক স্থায়ী অপেনারকে। সেই তামিম যাওয়ার পর থেকে সমস্যা যেনো আরো বাড়তি হয়েছে। অপেনিং জুটি তো দূরে থাক, কোন অপেনার ব্যাটারের ব্যাটে রান দেখা যাচ্ছে না। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাধ্য হয়ে টেস্টের উদ্বোধনী ব্যাটসম্যান তৈরিতে নেমে পড়েছেন।

 

তাই অপেনিংয়ে নিজের অভিজ্ঞতা বাড়ানোর পরামর্শ দেয় মিঠুনকে। আর টেস্ট অপেনিংয়ের অভিজ্ঞতা পাওয়ার সবচেয়ে বড় সুযোগ হলো প্রথম শ্রেণির ক্রিকেট। প্রধান কোচের কথা মতো ওয়ালটন মধ্যালঞ্চলের ম্যাচে অপেনিংয়ে নামেন মিঠুন। আর বাজিমাত করে নেয় অপেনিং পজিশনে।

 

উত্তরাঞ্চলের বিরুদ্ধে খেলতে নেমে ১৪৫ বল খরচ করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ তম শতক স্পর্শ করে নেয় মিঠুন। সেই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তার ভাষ্যমতে আরো কিছু ইনিংস দেখে বিবেচনা করা হবে তাকে।

এই বিভাগের আরো খবর