বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বাজারগুলোতে মাছের দাম চড়া, কমেছে সবজির দাম

মেহেদী হাসান

প্রকাশিত: ২২ জুলাই ২০২২  

 

বাজার গুলোতে সবজির দাম কিছুটা কম থাকলেও মাছের দাম অনেকটা চড়া। এ দিকে গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা কমলেও খাসি ও বরকির মাংসের দাম রয়েছে আগের মতোই। গত সপ্তাহে মুরগির দাম কিছুটা কম থাকলেও এই সপ্তাহে ১০ থেকে ২০ টাকা কেজিতে বেড়েছে মুরগির দাম। এবিষয়ে নারায়ণগঞ্জ পাইকারী দিগু বাবু বাজারের সবজির বিক্রেতা জামাল জানান, এখন তরকারির অনেক চাহিদা, বাজারের প্রচুর পরিমান তরকারী রয়েছে। দামও কম কিন্তু ক্রেতা নেই। ঈদের পর থেকে ক্রেতা অনেক কম। মুরগি ব্যবসায়ী বলেন, ঈদের সপ্তাহে মুরগির দাম কম ছিলো এখন আবার কেজিতে ২০ টাকা করে বেড়েছে। মাছ ব্যবসায়ী আহম্মেদ আলী জানান, এখন বর্ষা কাল, মাছের অনেক চাহিদা। কিন্তু বাজারে মাছের দাম অনেক বেশি। জেলেদের কাছ থেকে আমাদের অনেক বেশি দাম দিয়ে মাছ কিনে আনতে হয়। তাই বাজারে বেশি দামে বিক্রি করতে হয়। 


গতকাল নারায়ণগঞ্জ পাইকারী দিগুবাবু বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ  প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে ও এক পাল্লা পেঁয়াজ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি আদা ৮০ টাকা কেজি ও চায়না আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রসুন দেশিটা ৮০ টাকা কেজি ও চায়নাটা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তীর ও বসুন্ধরা কোম্পানীর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৮৯০ টাকা। এছাড়াও সবজির বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। বাজারে কালো বেগুন লম্বাটা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ও গোল বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উসতা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৩০ টাকা কেজি, জিংঙ্গা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে ও এক পাল্লা (৫ কেজি) ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। শসা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাকরোল ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু ১০ টাকা হালি বিক্রি হচ্ছে। মাংসের বাজার ঘুরে দেখা যায়, কোরবানী ঈদের পর থেকে গরুর মাংসের দাম কিছুটা কমেছে। গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খাসির মাংস ৯৫০ টাকা কেজি , বকরীর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  এছাড়াও ব্রয়লার মুরগী ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সোনালী কক মুরগী ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , লাল লেয়ার মুরগী বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি। মাছের বাজার ঘুরে দেখা যায় মাছের অনেক আমদানি কিন্তু দাম অনেক বেশি। ইলিশ বড় সাইজের  ১ কেজির উপরে ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি ও মাঝারি সাইজের ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি, চিংড়ি বড় সাইজের ১২০০ টাকা কেজি, শিং মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি, কই মাছ ২০০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ১৮০ টাকা কেজি ও পাঙ্গাশ মাছ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এমই/জেসি
 

এই বিভাগের আরো খবর