Logo
Logo
×

বিচিত্র সংবাদ

বাল্যবিবাহের নামে পাচার হয়ে  ধর্ষণের শিকার হচ্ছে: ডিসি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৩, ১০:৩৫ পিএম

বাল্যবিবাহের নামে পাচার হয়ে  ধর্ষণের শিকার হচ্ছে: ডিসি
Swapno



‘বাল্যবিবাহে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জকে বাল্য বিবাহমুক্ত করা হবে। এজন্য যা যা করণীয় তাই করা হবে। এজন্য তিনি বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের সহায়তা চেয়েছেন। নারায়ণগঞ্জ থেকে সকল প্রকার বাল্যবিবাহ, ভূয়া কাজী, বিবাহেরনামে অবৈধ পন্থায় নারী পাচার, অবৈধভাবে বিবাহ করে বৌ সাজিয়ে তাকে পাচার করে দেয়া এই ধরনের কার্যক্রম নারায়ণগঞ্জে ইদানিং বেড়ে গেছে।

 

 

এসকল কার্যক্রম প্রতিরোধ করতে, আজ আপনাদের ডেকেছি।’ বৃহস্পতিবার (১১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জরুল হাফিজ এসব কথা বলেন। কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ কমিটির সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, জাতীয় কর্ম পরিকল্পনা ২০১৮-২০৩০, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা বিষয়ক রিফেশার্স প্রশিক্ষণ এই কর্মশালা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আহছানিয়া মিশন আয়োজন করেন।

 

 

এক পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে কাজী ও হিন্দু বিবাহ নিবন্ধকদের শপথ বাক্য পাঠ করানো হয়। কর্মশালায় জেলা বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত কাজীরা অংশ নিয়েছেন। জেলা প্রশাসক মো. মঞ্জরুল হাফিজ বলেন, আমরা সম্প্রতি একজন কাজীকে বাল্যবিবাহের অপরাধে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেছি।

 

 

শুধু তাই নয়, যে কোন অপরাধ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নজরে আসলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এবং তাঁর নির্দেশে আমরা কাজ করি। এই দেশটাকে সোনার বাংলা বানাতে হবে। স্মার্ট বাংলাদেশ বানাতে হবে। স্মার্ট বাংলাদেশ বানানোর পক্ষে কথা বলবেন আর অবৈধ বিবাহ দিবেন, বিয়ের নাম করে পাচার করে দিবেন এটা হতে দেয়া হবে না।

 

 

অবৈধ প্রক্রিয়ায় বাল্যবিবাহের নামে শত শত মেয়েরা পাচার হয়ে গিয়ে  ধর্ষণের শিকার হচ্ছে, আপনার কারণে আমাদের কারণে আমরা অবজারভার করিনা বলে শত শত বাচ্চা মেয়েকে অবৈধ কাগজপত্র তৈরী করে বিবাহ দিয়ে দিচ্ছেন। এটা চলতে পারে না। তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো কিভাবে? এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন