বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বিজয় দিবসের প্রতিযোগিতায় লেখা আহবান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০  

সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘ধ্রুব সাহিত্য পত্র’-এ জেলা ভিত্তিক “ধ্রুব সাহিত্য পত্র বিজয় দিবস ২০২০ পুরষ্কার” ঘোষণা করেছে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকদের ছড়া, কবিতা ও গল্প এই ৩টি বিভাগে লেখা জমা দেয়ার আহবান করছে ‘ধ্রুব সাহিত্য পত্র’।

 

নবীন কবি ও লেখকদের সাহিত্য চর্চা এবং সাধনাকে গতিশীল করার উদ্দেশ্যে এই ৩টি বিভাগে ধ্রুব সাহিত্য পত্র বিজয় দিবস ২০২০ পুরষ্কার প্রদান করা হবে।

 

লেখার সঙ্গে অবশ্যই নাম ও ফোন নাম্বার দিতে হবে। 

 

একজন সর্বোচ্চ ৩টি লেখা পাঠাতে পারবেন।

 

আপনার পাঠানো লেখা থেকে সেরা লেখা বাছাই করে ৩টি বিভাগে ৩ জনকে “ধ্রুব সাহিত্য পত্র বিজয় দিবস ২০২০ পুরষ্কার” প্রদান করা হবে। বিজয়ী কে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 


[email protected]  ইমেইল ঠিকানায় আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিন। লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।