বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বিপিএলে লড়বে ৬ দল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে শিরোপার জন্য লড়বে ছয় দল। আট ফ্র্যাঞ্চাইজি দল পাবার জন্য আবেদন করলেও সব চিন্তা ভাবনার পর ছয় ফ্র্যাঞ্চাইজির হাতে দল তুলে দিয়েছে বিসিবি। আগের তিন এবং নতুন তিন ফ্র্যাঞ্চাইজি সুযোগ পেয়েছে নিজেদের দল গোছানোর।

 

নতুন তিন প্রতিষ্ঠান হলো- রুপা ও মার্ন গ্রুপ (ঢাকা বিভাগ), প্রগতি গ্রুপ (সিলেট বিভাগ) ও মাইন্ড ট্রি (খুলনা বিভাগ)। আগের আসর থেকে ফর্চুন গ্রুপ বরিশাল বিভাগ ও আকতার গ্রুপ চট্টগ্রাম বিভাগের ফ্র্যাঞ্চাইজি মালিকানার দায়িত্বে এবারও থাকছে। দুইবারের চ্যাম্পিয়ন লোটাস গ্রুপের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবারো বিপিএলে ফিরবে এই আসর দিয়ে। তারা অবশ্য গতবার বিপিএলে অংশ নেয়নি।

 

চূড়ান্ত হয়ে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজিগুলো শুধুমাত্র এক বছরের চুক্তিতে থাকবে। এই কারণে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নমাইটস (বেক্সিমকো), খুলনা টাইটানস (জেমকন গ্রুপ)ও রংপুর রাইডার্স (বসুন্ধরা) এবারে অংশ নিতে রাজি হয়নি।

 

সম্ভবত ২০ জানুয়ারি থেকেই মাঠে গড়াবে ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেট লীগ বিপিএলের অষ্টম আসর। 

এই বিভাগের আরো খবর