বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

বিশ্বকাপের সেরা দশে সাকিব আল হাসান

প্রকাশিত: ১৩ জুন ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি সেরা ১০ স্পিনারের তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান।

 

ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ২৬ উইকেট শিকার করেছেন তিনি। ৫.০৮ ইকোনমি রেট এবং ৩৮.১১ গড় নিয়ে তালিকার দশম স্থানে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

 

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনারের তালিকা

১। মুত্তিয়া মুরলিধরন (শ্রীলংকা)- ৬৮ উইকেট

২। ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)- ৩৬ উইকেট

৩। ব্র্যাড হজ (অস্ট্রেলিয়া)- ৩৪ উইকেট

৪। ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)- ৩৪ উইকেট

৫। শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৩২ উইকেট

৬। অনিল কুম্বলে (ভারত)- ৩১ উইকেট

৭। শহীদ আফ্রিদি (পাকিস্তান)- ৩০ উইকেট

৮। সনাথ জয়াসুরিয়া (শ্রীলংকা)- ২৭ উইকেট

৯। মুশতাক আহমেদ (পাকিস্তান)- ২৬ উইকেট

১০। সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৬ উইকেট

 

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

এই বিভাগের আরো খবর