বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বিয়ের জন্য সাইকেলে ৮৫০ কি:মি: পথ পাড়ি, অতপর কোয়ারেন্টাইন

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের মধ্যেও বিয়ে করতে ভারতের পাঞ্জাবের লুধিয়ানা থেকে সাইকেল চালিয়ে যাত্রা করেছিলেন সোনু। কিন্তু বিধি বাম। বাড়ি পৌঁছতে যখন আর মাত্র ১৫০ কিলোমিটার বাকি তখনই  চার জন সীমান্তরক্ষী বাহিনী আটক করে সোজা পৌঁছে দিলো কোয়ারেন্টাইন সেন্টারে। লুধিয়ানার একটি টাইলস কারখানার কর্মী সোনু মহারাজগঞ্জের পিপড়া রসুলপুরের বাসিন্দা।


হতাশ সোনু পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘ আর মাত্র দেড়শ কিলোমিটার পথ পেরিয়ে বাড়ির এলাকায় ঢুকে যেতে পারলেই কেউ আটকাত না। কিন্তু কপাল খারাপ। ধরা পড়ে গেলাম। বিয়ে তো হলোই না। উপরন্তু এখন এভাবে সেন্টারে থাকতে হবে।’


বলরামপুরের এসপি দেবরঞ্জন ভার্মা জানিয়েছেন, চৌহান ও তার বন্ধুরা যখন জেলায় প্রবেশ করছিলেন তখনই তাদের থামানো হয়েছিল। তাদের নিয়ে যাওয়া হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে। ১৪ দিন পরে করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এলে ছেড়ে দেওয়া হবে চারজনকেই। 


১৪ দিন পরে কোয়ারেন্টাইন থেকে মুক্তি মিলবে সোনুর। এতো দিন পাত্রী অপেক্ষা করবো তো?