Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ 
Swapno

 

সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে আলী আহাম্মদ সাজিদ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাজিদ উপজেলার সাদিপুর ইউনিয়নের বেহাকৈর ভুইয়া পাড়া এলাকার ইউসুফ আলী ভূঁইয়ার ছেলে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

তিনি জানান, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর একমাত্র মেয়েকে নিয়া সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বিবাদী আলী আহাম্মদ সাজিদ একই গ্রামের বাসিন্দা হওয়ায় মোবাইল ফোনে কথাবার্তার মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে সাজিদ সম্পর্কের ২ বছরে আমাকে একাধিকবার ধর্ষণ করে।

 

সর্বশেষ গত ১৫ নভেম্বর রাতে বিয়ের আশ্বাস দিয়ে সাজিদ ওই নারীকে ধর্ষণকালে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় বিবাদী সাজিদ চতুরতার সহিত বিবাহ করিবে বলিয়া ভুক্তভোগীর মা ও স্থানীয়দের কাছ থেকে সময় নেন। পরবর্তীতে তালবাহানা করলে বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেন বলে জানান ভুক্তভোগী।

 

সাদিপুর ইউনিয়নের বেহাকৈর ভুইয়া পাড়া এলাকাবাসী জানান, এলাকার কিছু অসৎ লোকের মাধ্যমে সাজিদ মোটা অংকের টাকা দিয়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন