Logo
Logo
×

বিজ্ঞান ও প্রযুক্তি

ব্লু হোয়েল এর পর আরেক মরণগেম গ্র্যানি!

Icon

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ০৯:২৪ পিএম

ব্লু  হোয়েল এর পর আরেক মরণগেম গ্র্যানি!
Swapno

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : মরণগেম ব্লু-হোয়েল শেষে মোমো আতঙ্কের মধ্যেই নতুন করে গ্র্যানি নামের নতুন এক অনলাইন গেম আতঙ্কের সৃষ্টি করেছে। এই গেমের খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়ছে অনেক কোমলমতি শিক্ষার্থী। বিশেষ করে ভারতে ফাঁদ পেতেছে এ মরণগেম। গ্র্যানির ফাঁদে পা রাখার জন্য অনেককেই এসএমএস বা অনলাইনে আমন্ত্রণ জানানো হয়েছে।

 ইতিমধ্যে গ্র্যানি নামক এই মোবাইল গেমটি খেলে ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়িতে তিন স্কুলছাত্র অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে জি নিউজ।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক আচরণ করছে গ্র্যানিগেমে আসক্ত ওইসব ছাত্ররা। বাড়ির লোকজনকে মারধর করছে তারা। আবার কখনো তারা নিজেই মরে যেতে চাইছে। 'আমি বাঁচতে চাই না, মরতে দাও' চিৎকার করে বাড়িকে মাথায় তুলছে তারা। পরিস্থিতি ভয়াবহ দেখে স্থানীয় থানার দ্বারস্থ হয়েছে তাদের পরিবার। গ্র্যানিগেম আসক্ত ওই তিন ছাত্রের দুজন দশম শ্রেণির, একজন একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, দিনকয়েক আগে তাদের মধ্যে একজনের কাছে গ্র্যানিগেমের লিংক আসে। গেমটি ডাউনলোড করে খেলতে শুরু করে সে। একাই প্রথম ধাপ খেলে। এরপর সে গ্র্যানিগেমের লিংকটি বাকি দুই বন্ধুর সঙ্গে শেয়ার করে। তারপর বুধবার রাতে তারা তিনজন একসঙ্গে গেমটি খেলতে শুরু করে।

গ্র্যানিগেম আসক্ত ওই তিন ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, গেমটির আদ্যোপান্ত ভৌতিক ধরনের। গেমে দেখানো হয়, ঘরের মধ্যে থাকা ভূত তাদের খুন করছে আর মোবাইল স্ত্রিন 'রক্তে' ভরে উঠছে।

ব্লু-হোয়েল, মোমোর মতো এক্ষেত্রেও খেলোয়াড়কে বিভিন্ন ধরনের 'টাস্ক' করতে নির্দেশ দেয়া হয় জানান ওই শিক্ষার্থীরা।

এদিকে ওই ছাত্রদের পরিবার মোবাইলগুলো জমা দিয়েছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি নন্দকুমার দত্ত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন