Logo
Logo
×

খেলাধূলা

ভলিবল টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপা অর্জন করলেন জেলা পুলিশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১১:৪৬ পিএম

ভলিবল টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপা অর্জন করলেন জেলা পুলিশ
Swapno

ঢাকা জেলা পুলিশকে হারিয়ে ঢাকা রেঞ্জ ভলিবল টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপা অর্জন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ লাইন্সে ঢাকা জেলা পুলিশ দলকে ৩-১ সেটে হারায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইজি হাবিবুর রহমান।

 

তিনি বলেন বলেন, আজকের খেলা আমরা অনেক উপভোগ করেছি। দুটি দলই তাদের সেরা খেলা উপহার দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে সেজন্যে তাদের অভিনন্দন। ঢাকা জেলাকেও অভিনন্দন এ পর্যন্ত আসার জন্যে। খেলা যাতে প্রতিদিন চলতে থাকে সেজন্য সবাইকে অনুরোধ করবো। গতবার ভলিবল টুর্নামেন্টে ঢাকা রেঞ্জ পুলিশ চ্যাম্পিয়ন হয়েছিলো। সে ধার যাতে বজায় থাকে সে প্রত্যাশা রাখছি। 

 

বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।

 

জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( ক সার্কেল) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ প্রমুখ।
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন