মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

ভারতের গোল বন্যায় ভাসলো বাংলাদেশ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১  

ভারত ৯-০ বাংলাদেশ। খেলা শেষে স্কোরলাইনটা এমন। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে শক্তিধর ভারতের বিপক্ষে খেলতে নেমে এক কথায় নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ফর্ম অথবা শক্তির কথা বললে ভারত অনেকটা এগিয়ে ছিলো। তারপরেও জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিলো বাংলাদেশ।

 

মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট ছিল ভারতের। ম্যাচ শুরুর ১২ মিনিটে এগিয়ে যায় তারা। গোল করেন দিলপ্রীত সিং। খেলার ২২ মিনিটে দিলপ্রিত সিং রিভার্স হিটে ২-০ করেন। এর ৬ মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে দলকে ৩-০ তে এগিয়ে নেন হারমানপ্রীত সিং। মাত্র ৩ মিনিট ব্যবধানে ৩১ মিনিটে জার্মানপ্রিত সিং পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৪-০ করেছেন। ৪৩ মিনিটে স্কোরলাইন ৫-০ করে স্বাগতিকদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন জার্মানপ্রিত। ৪৪ মিনিটে দিলপ্রিত সিং ফিল্ড গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে স্কোরলাইন হয় ৬-০।

 

৫৪ মিনিটে আকাশদ্বীপ সিংয়ের ফিল্ড গোলে ভারতের স্কোর হয় ৭-০। এক মিনিটের ব্যবধানে ব্যবধান ৮-০ করেন মানদ্বীপ মোর। ৫৭ মিনিটে হারমানপ্রিত সিং নবম গোল করলে বাংলাদেশকে বড় ব্যবধানে হারের লজ্জায় মাঠ ছাড়তে হয়েছে।

 

আগামী ১৭ ডিসেম্বর আরেক শক্তিশালী পতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। 

এই বিভাগের আরো খবর