শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ভোর প্রহর

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

ভোর প্রহরে নিরব শহর
ব্যস্ততা ভুলে যায় 
ভুলে যায় কোলাহল,বিশৃংঙ্খলা।

 

এই ভোর প্রহরই যেন 
ভুলিয়ে দেয় বিষন্নতা 
দিয়ে যায় মায়াভরা বিশুদ্ধ চেতনা 
জাগিয়ে তোলে ঘুমন্ত প্রতিভা। 

 

ভোর প্রহরের প্রকৃতি
মুছে দেয় মনের গ্লানি,
করে দেয় আমায় কবি
মনে হয় যেন -
ভোর প্রহর ভাব করে
এই কবি মনের সাথে
নির্মল বাতাস শিহরণ জাগায় সর্বাঙ্গ জুড়ে,
এ মন যেন তখন হয়ে যায় কাব্যিক
কোকিলের কুহু শব্দের সুরে।

 

ভোর প্রহরের স্নিগ্ধ হাওয়া
আমার সবচেয়ে প্রিয় পাওয়া 
আমার অনেক ভালোলাগার মাঝে
একটি অপূর্ব ভালোলাগা
ভোর প্রহরে প্রকৃতিতে মিশে
হারিয়ে কিংবা বেড়াতে যাওয়া।


নাহার রহমান নুপুর