শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

মনির হোসাইন কাসেমীসহ ১১ মাদ্রাসার ব্যাংক হিসাব তলব

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

যুগের চিন্তা রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ-সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমীসহ নারায়ণগঞ্জের ১১ মাদ্রাসার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার (৪ এপ্রিল) বিএফআইইউ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। 

এছাড়াও ব্যাংক হিসাব তলব করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবু নগরী, সাবেক মহাসচিব প্রয়াত নূর হুসাইন কাসেমী এবং মুহাম্মদ মামুনুল হকসহ আরও ২৩ নেতা ও ১৯ প্রতিষ্ঠানের। 

 

এতে বলা হয়, সংশ্লিষ্টদের নামে ব্যাংকগুলোতে কোনো হিসাব থাকলে সেগুলোর লেনদেনের বিবরণীসহ অন্যান্য তথ্য পাঠাতে।নারায়ণগঞ্জের যেসব মাদ্রাসার ব্যাংক হিসাব তলব করা হয়েছে সেগুলো হলো- সিদ্ধিরগঞ্জের সানারপাড় জামিয়াতুল আবরার হাফিজিয়া মাদ্রাসা, মাওলানা হাদুস শাইখ ইদ্রিম আল ইসলামী, আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, আশরাফিয়া মহিলা মাদ্রাসা, আবদুল আলী দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসা, ইফয়জুল উলুম মুহউচ্ছন্নাহ আরাবিয়্যাহ, সদর উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন মাদ্রাসা, ভূইয়াপাড়া জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা, জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসা, মারকাজুল তাহরিকে খতমে নবুওয়াত কারামাতিয়া মাতালাউল উলুম মাদ্রাসা, নূরে মদিনা দাখিল মাদ্রাসা।

 

এই বিভাগের আরো খবর