মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

মহানবীকে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

 

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক কটুক্তির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের গিয়াস উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৩ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

 

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মুহাম্মদ মোসাদ্দেক হোসেন,গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এর সম্মানিত প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান,এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো.এবাদুল হক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জনাব আবু তালেব, জনাব ওমর ফারুক,জনাব আরিফ হোসেন, জনাব মনির হোসেন, হাফেজ মাওলানা মকবুল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, জনাব কুতুবউদ্দিন, জনাব রাসেল আহমেদ জনাব সাখাওয়াত হোসেন দিপু জনাব মামুনুর রশিদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এসময় শিক্ষার্থীরা ভারতীয় সকল পণ্য বর্জনের আহবান জানিয়ে বলেন, আমাদের রাসূল কে কেউ অপমান করবে তা আমরা মুসলমানরা মানতে পারবো না। তবে এর প্রতিবাদ করতে হবে আমাদের শান্তিপূর্ণভাবে। আমাদের ইসলাম যে শান্তির ধর্ম সেটাও প্রতিবাদের মধ্যে প্রমাণ রাখতে হবে। প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর বিরুদ্ধে কটূক্তি মুসলমান এর মনে আঘাত হেনেছে। রাসুল সাঃ এর বিরুদ্ধে এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিবাদে আজ আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে এক সাথে হয়েছি।এমই/জেসি

এই বিভাগের আরো খবর