শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মাদক মামলায় যুবকের ১৪ বছরের জেল

কোর্ট রিপোর্টার

প্রকাশিত: ৯ জুন ২০২২  

সিদ্ধিরগঞ্জে মাদকের মামলায় শাওন মিল্কী (২০) নামের এক যুবককে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। 

 

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। সাজাপ্রাপ্ত শাওন মিল্কী (২০) মুন্সিগঞ্জ জেলার হাতিমারা তিনসিরি এলাকার শামীম মিল্কির ছেলে।

 

 তবে তিনি বর্তমানে পলাতক। এর সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের পেশকার শাহেন শাহ। তিনি বলেন, ‘৬ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামী শাওন মিল্কীকে দোষী সাবস্ত্য করে ১৪ বছরের সাঁজা দিয়েছেন। 

 

সাজাঁপ্রাপ্ত আসামী আজ পালিয়েছেন।’ ২০২১ সালের ১০ আগষ্ট র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ শাওন মিল্কীকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করলে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। 

 

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. সুইটি ইয়াসমিন। শামসুর রহমান। আসামি শাওন মিল্কীর পক্ষে এড. নুরুল কাদির সোহাগ মামলাটি পরিচালনা করেন।এসএম/জেসি 

এই বিভাগের আরো খবর