Logo
Logo
×

আদালতপাড়া

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০১:০৮ পিএম

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
Swapno

 

মাদক মামলায় জামিন নিয়ে আত্মগোপন করে, তারপর আদালত সাজা ঘোষণা করার বিভিন্ন স্থানে পলাতক থাকতো। রবিবার (১৪ মে) আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজার এলাকা হতে মাদক মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীর নাম জামির আহমেদ (৩৫)। সে আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার হাজী আহমেদ সওদাগরের ছেলে।

 

তথ্যটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু। তিনি জানায়, গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ ২০২১ সালের নভেম্বর মাসে সোনারগাঁ জামপুর এলাকায় ৩৭ বোতল ফেনসিডিলসহ সোনারগাঁ থানা পুলিশের কাছে হাতে-নাতে গ্রেফতার হয়। পরবর্তীতে সোনারগাঁ থানায় আসামী জামির আহমেদ (৩৫) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা দায়ের করা হয়, যার মামলা নং-০২(১১)২১। মামলা দায়েরের পর আসামী জামির আহমেদ (৩৫) জামিন নিয়ে পলাতক হয়। দীর্ঘ দিন যাবৎ সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল।

 

এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী জামির আহমেদ (৩৫)’কে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে আত্মগোপনে থাকা আসামী জামির আহমেদ (৩৫)’কে নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন