শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

মাদ্রাসা ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১  

করোনার সেকেন্ড ওয়েভ সামলাতে এবং করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় তা রোধ করার লক্ষ্যে মাদরাসা ও কোচিং সেন্টারসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

করোনার সংক্রমন রোধে সরকারের পক্ষ হতে ১৮দফা একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের ১০ নং দফাতে উল্লেখ করা হয় “সকল শিক্ষা প্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।”

 

এই নির্দেশনা আপাতত দুই সপ্তাহের জন্য বলবৎ রাখার জন্য বলা হলেও তা পরিস্থিতি বিবেচনায় তা আরো বার্ধিত হতে পারে।

 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ প্রথম রোগী সনক্তের পর ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর পর মাদ্রাসাগুলো খুলে দেয়া হলেও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আর খুলে দেয়া সম্ভব হয়নি। এর মধ্যে শিক্ষা কার্যক্রম চালু রাখার লক্ষ্যে বেশ কিছু কোচিং সেন্টারও চালু করা হয়। 

 

তবে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য অনলাইন ক্লাস চালু রাখা যাবে।
 

এই বিভাগের আরো খবর