শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মার্চের পর মাঠে নামবেন শামীম ওসমান, বলবেন খোকন সাহা

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

চলতি বছরের মার্চ মাস শেষ হবার পর মাঠে নামার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় সাংসদ শামীম ওসমান। এর ঠিক এক সপ্তাহ পর এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহাও মার্চ মাস শেষ হবার পর বলা শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন। চলতি মাসের  ২০ মার্চ রাতে আলীরটেক ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে ওলামা পরিষদ আলীরটেক ইউনিয়নের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জের বাগে জান্নাত মসজিদ-মাদ্রাসা, মন্ডলপাড়া মডেল মসজিদ ও হকার প্রসঙ্গে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলেন, ‘এই মাসটা শেষ হইতে দেন, আমি নামবো মাঠে ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসায় হাত দিতে হইলে আমার বুকের উপর দিয়ে গিয়ে হাত দিতে হবে, এর আগে পারবেননা।’


এদিকে শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় নিতাইগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রবাসীলীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভাষা সৈনিক নাগিনা জোহা স্মরণে  দোয়া মাহফিল এবং মুক্তিযোদ্ধা ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠানে খোকন সাহা বলেন, ‘এই শহরের ৫০ বছরের ইতিহাস আমি জানি। আমি জানি, শহীদ হওয়ার আগ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মনিয়োগ করেছিলেন দেশ গঠনের জন্যে। আমি জানি ৭২ থেকে ৭৫ পর্যন্ত কারা লুটতারাজ করে বঙ্গবন্ধুর সরকারকে প্রশ্নবিদ্ধ করিয়েছে। আমি সব জানি। কয়েকদিন আগে এক পত্রিকায় লিখেছে খোকন কবে বলবে ৫০ বছরের ইতিহাস।  সেই পত্রিকার সম্পাদকের বাবার বয়সী আমি। আমার নামের পিছনে তো একটা শব্দ আছে, খোকন সাহা বা খোকন বাবু। একটু  তো বলা যায় এগুলো! এত বড় অশালীন সাংবাদিকতা হতে পারে তা আমি জানি না। এই বিষয়গুলো আমি বললাম, আগামীকালও লিখবেন। পরিষ্কারভাবে আমি বলতে চাই মার্চের পর আমি বলতে শুরু করবো। এদেশে এই এলাকায় কারা বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠিত করেছে এবং বংশানুক্রমিকভাবে কারা কলুষিত করছে এই বিষয়গুলো আমি বলবো।’


প্রধান অতিথির বক্তব্যে খোকন সাহা আরো বলেন, কাউন্সিলর বাবু মহানগর আওয়ামী লীগের একজন সদস্য। এই করোনাকালীন সময়ে ওর থেকে আমি হিসেব নিয়ে প্রতিদিন কেন্দ্রে পাঠিয়েছি। দলের লোকজন কিভাবে করোনাকালীন মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আমার কাছে এখনো সেই হিসেব আছে। হিসেবে সমস্ত কাউন্সিলদের মধ্যে বাবু এক নম্বর। যে নিজস্ব অর্থায়নে মানুষকে সহযোগিতা করেছে। করোনাকালীন ওই সময়ে মানুষের পাশে এসে দাঁড়াতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছে।


অনুষ্ঠানে সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মো.আকরাম আলী মৃধাসহ মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক দেওয়া হয়। 


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও জেলা প্রবাসী লীগের সভাপতি আব্দুল করিম বাবুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা প্রবাসী লীগের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. সামছুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ  হোসেন, বিএমএ নারায়ণগঞ্জ শাখার সদস্য ডা. আসিফ মাহমুদ, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, আক্তার হোসেন প্রমুখ। 
 

এই বিভাগের আরো খবর