শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

মিশুক চালক কায়েস হত্যার মূল পরিকল্পনাকারী লিমন গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  


বন্দরে আলোচিত মিশুক চালক কায়েস হত্যার মূল পরিকল্পনাকারি আল আমিন ওরফে লিমন ওরফে রিমন (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার ( ৩ অক্টবর) ভোর রাতে ফতুল্লা থানার তল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারি আল আমিন ওরফে লিমন ওরফে রিমন বন্দর উপজেলার তিনগাঁও ভদ্রসন এলাকার নাসির উদ্দিন ওরফে বিটল মিয়ার ছেলে।

 

 

র‌্যাব-১১ কর্তৃক ধৃত লিমনকে সোমবার দুপুরে বন্দর থানা পুলিশে সোর্পদ করলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মেহেদী হাসান ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে। যার মামলা নং- ৩(১০)২২।

 

 

র‌্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পনী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ এক এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার ও অপরাধ দমনসহ আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে আসছে।

 

 

গত ১ অক্টোবর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদি এলাকা থেকে হাত পা ও মুখ বাধা জবাইকৃত লাশ উদ্ধার করে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় নিহত মিশুক চালকের মা শারমিন বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে উল্লেখিত হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ সোমবার ভোর রাতে ফতুল্লা থানার তল্লা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিশুক চালক কায়েস হত্যা মামলার মূল পরিকল্পনাকারি আল আমিন ওরফে লিমন ওরফে রিমন (২০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

 

র‌্যাব-১১ বিজ্ঞাপ্তিতে আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে মিশুক চালক কায়েসের সাথে গ্রেপ্তারকৃত আসামীদের পূর্ব বিরোধ ছিল। পূর্ব বিরোধের জের ধরে গ্রেপ্তারকৃত লিমন মিশুক চালক কায়েসকে ডেকে নিয়ে অন্যান্য সহযোগিদের সহযোগিতায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

 

পরে ছিনতাইকৃত মিশুক গাড়ীটি অন্যত্র স্থানে হস্তান্তর করতে গেলে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসার মুখে আসামীরা মিশুক গাড়ীটি রেখে পালিয়ে যায়।মূলত লিমন হত্যার পরিকল্পনা করে। বাকিরা হত্যাকান্ডে সহযোগিতা করে। বাকি অসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।    
 

এই বিভাগের আরো খবর