মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

মুজিব বর্ষ

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

লিখ সবাই কাব্য, কর সবাই হর্ষ
কুড়ি তিনেক দিন বাদে
আসবে মুজিব বর্ষ।

 

মুজিব মানে বিশ্ব নেতা
মুজিব মানে স্বাধীনতা
মুজিব মানে জাতির পিতা
দিকে দিকে বিকিরণ হোক
মুজিব বারতা।

 

জুলিও কুরি শান্তি পদকে
হয়েছে ভূষিত।
মুজিব একদিন এমন বড় হবে গুণিজন
হয়তবা জানত।

 

তৎকালীন নেতারা বিদ্যালয় পরিদর্শনে
গিয়ে বালক মুজিবের প্রশংসা
করেছেন অকৃপণভাবে।
দিন যত বাড়তে থাকে মুজিব কদর
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

 

দু’হাত ভরে কুড়িয়েছে
বাংলার জন্য যত অর্জন
কিছু সংখ্যক বেঈমান বাঙালি
মুজিবকে করেছে বর্জন।
যতদিন পারবনা দিতে ওদের সবার শাস্তি
ততদিন হবে না’ক এই বাংলার শান্তি।

 

মুজিবের তর্জনী উঠানো ভরা মুষ্ঠি
আমাদের দিয়েছে অফুরান শক্তি
একদিন ঠিকই নির্মূল করবো
বেঈমানের সব গোষ্ঠি।

 

কাওছার আক্তার পান্না