শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মুশতাক হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক জোটের মানববন্ধন শনিবার

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১  

রাষ্ট্রীয় হেফাজতে মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে ও ডিজিটার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ জানান,  ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদ গত ২৪ ফেব্রুয়ারি রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু বরণ করেছেন। রাষ্ট্রীয় হেফাজতে এ মৃত্যু মূলত একটি হত্যাকা-। সরকার নিজেদের নানাহ অনিয়ম, দূর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদকে দমনের জন্য এ কাল-আইন তৈরী করে জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। 

 

রাষ্ট্রীয় হেফাজতে মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা কাল-আইন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন আগামীকাল ২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার সকাল সাড়ে এগারটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।    


 

এই বিভাগের আরো খবর