Logo
Logo
×

আদালতপাড়া

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
Swapno



বন্দর উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোসাঃ ফাহিমা (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে উপজেলার আন্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারককৃত মোসা. ফাহিমা আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

 

 

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি)মোঃ রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ২০১২ সালের ৫ নভেম্বর নিজের টিনশেড ঘর থেকে ১২৪ বোতল ফেন্সিডিল ও ২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার হন।

 

 

গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। এরই ধারাবাহীকতায়, বিজ্ঞ আদালত গত ১৩ মার্চ মোসাঃ ফাহিমাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন