বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

‘যুগের চিন্তা ও মোরছালীন বাবলা সাহসের প্রতীক’

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১  

# মোরছালীন বাবলার মতো লোক যুগ যুগ বেঁচে থাকুন : কাউন্সিলর রুহুল আমিন 
# মুক্তিযোদ্ধারা সঠিক ব্যক্তিকেই সম্মানিত করেছেন : সালাম যুবায়ের
# তিনি আমাদের অহংকার : বীর মুক্তিযোদ্ধা মুজিবুর সাউদ
# মোরছালীন বাবলা একজন সাহসী লেখক : মজিদ সাউদ
# চেষ্টা করেছি খারাপ মানুষের মুখোশ উন্মোচন করতে : মোরছালীন বাবলা

 

সাহসী সাংবাদিকতা এবং সমাজে অপকর্মকারীদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখায় যুগের চিন্তা’র সম্পাদক ও চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলাকে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের গোদনাইল এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মুরুব্বীরা।

 আজ সকালে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজানের সঞ্চালনায় সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম যুবায়ের বলেন, ‘সমাজের যত খারাপ লোক ও অপকর্মকারীদের বিরুদ্ধে মোরছালীন বাবলা বলিষ্ঠভাবে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জের মানুষ স্থানীয় দৈনিক যুগের চিন্তা পত্রিকাটি ঘরে ঘরে রাখে। যুগের চিন্তার এতো জনপ্রিয়তার কারণ অপরাধীদের বিরুদ্ধে মোরছালীন বাবলার কল্যাণেই সমাজের প্রকৃত চিত্রটিই তুলে ধরে। সমাজের ভালো লোকদের উৎসাহ ও উদ্দীপনা এবং সম্মান প্রদর্শন করলে তারা ভালো কাজে আরো বেশি উৎসাহিত হন। সে কারণে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মুক্তিযোদ্ধারা সাহসী সাংবাদিক মোরছালীন বাবলাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করছে। নারায়ণগঞ্জের সবচাইতে সম্মানিত সাংবাদিক, যে নারায়ণগঞ্জের বাঘ-সিংহের বিরুদ্ধে মাথা উচুঁ করে থেকে তাদের কুকর্ম তুলে ধরবে এটিই মোরছালীন বাবলা করে দেখিয়েছে। মোরছালীন বাবলাকে সংবর্ধনা দেওয়াটা আমাদের কর্তব্য ছিল। মুক্তিযোদ্ধারা সঠিক ব্যক্তিকেই সম্মানিত করেছেন।’

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন মোল্লা বলেন, মোরছালীন বাবলার জন্য নারায়ণগঞ্জবাসীর আলাদা শ্রদ্ধা, সম্মান, ভালবাসা আছে। সবচাইতে জনপ্রিয় পত্রিকা যুগের চিন্তা। এই পত্রিকা সঠিক তথ্য তুলে ধরে। বাবলা ভাই সাহসিতার সাথে এগিয়ে যাবেন। নারায়ণগঞ্জে একসময় কেউকথা বলতে সাহস করতো না। কিন্তু অবস্থা বদলেছে। এখন মানুষ সাহস নিয়ে কথা বলে। এরকারণ মোরছালীন বাবলা ভাইদের মতো লোক। তারা অন্যায়ের প্রতিবাদ করেছে, রুখে দাঁড়িয়ে লিখেছে। মোরছালীন বাবলার মতো লোক যুগ যুগ বেঁচে থাকুন। আপনার কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। এটি নারায়ণগঞ্জবাসী ও দেশবাসীর জন্য উপকার। মোরছালীন বাবলার কাছে আমার নিবেদন সত্য তুলে ধরতে কখনোই অতীতের মত পিছপা হবেননা।

সংবর্ধনা দেয়ার পর যুগের চিন্তার সম্পাদক ও প্রকাশক মোরছালীন বাবলা তার বক্তব্যে বলেন, আমার পেশা সাংবাদিকতা। ছাত্রজীবন থেকে লেখালেখির স্বপ্ন থেকে সাংবাদিকতায় আসি। সমাজের জন্য ভালো কিছু করার স্বপ্ন লালন করতাম। আজ বিজয়ের ৫০ বছর পূর্তি। বীর মুক্তিযোদ্ধারা এদেশটিকে সোনার বাংলা গড়বেন।তারা আগামী প্রজন্মের জন্যই যুদ্ধে গিয়েছিলেন। স্বাধীনতার ৫০ বছরে আমরা অনেকটুকু এগিয়েছি তবে মুক্তিযোদ্ধাদের কাঙ্খিত স্বপ্নপূরণের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা পরবর্তীতে ছড়িয়ে ছিটিয়ে থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে দেয়নি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তিযোদ্ধারাই আমাদের স্বাধীন করেছে। আমরা এগিয়ে যাচ্ছি।   

চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি মোরছালীন বাবলা আরো বলেন, আমি পত্রিকা ও টেলিভিশনে কাজ করেছি, করছি। তবে বিশ বছর আগে চিন্তা আসে সবকথাগুলো বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কাউকে না কাউকে কথা বলতে হবে, সেই চিন্তা থেকে যুগের চিন্তা পত্রিকা বের করি। দেশ যখন বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা ঝােিপয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন। কিন্তু সেই স্বাধীন দেশে আমরা কেন পরাধীন থাকবো। আমার কাছে মনে হত, নারায়ণগঞ্জ আলোচিত জেলা, আবার সবচাইতে সমালোচিত। নারায়ণগঞ্জের মানুষ মোটেও খারাপ নন। নারায়ণগঞ্জের শতকরা ৯৯ শতাংশ মানুষ ভালো। দেশের সবচাইতে বেশি ট্যাক্স এই নারায়ণগঞ্জ দেয়। এখানে ১ শতাংশ লোক যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিজেদের আখের গুঁিছয়ে সমাজকে নষ্ট করে ফেলে। আমি  চেষ্টা করেছি, এই সকল মানুষের মুখোশ উন্মোচন করতে। অনেকক্ষেত্রে পেরেছি, আবার অনেকটুকু পারিনি। যতখানি পেরেছি, এর শক্তি যুগিয়েছে আপনাদের ভালোবাসা। আমার বিরুদ্ধে অসংখ্যা মামলা করে দমিয়ে রাখার চেষ্টা করেছে। যাই হোক, সামনের দিনগুলোতেও কর্ম যেন ভালো হয়, আমি সত্যের পথেই চলবো। আমি যেন মাথা সমুন্নত রেখে আমার দায়িত্বটি পালন করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাই।    

বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ বলেন, ‘মোরছালীন বাবলা আমাদের অহংকার। তিনি প্রকৃতযশা সাংবাদিক। দেশবিদেশে তিনি নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করেছে। আপনি আরো এগিয়ে যান।’

 শহীদ বীর মুক্তিযোদ্ধা শহিদ শহিদুল্লাহ’র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সাউদ বলেন, মোরছালীন বাবলা একজন সাহসী লেখক। তাকে শুভকামনা জানাই।’ 

 

বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা বলেন, ‘যুগের চিন্তা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। এর নেপথ্য নায়ক মোরছালীন বাবলা। অপরাধীরা তাকে যমের মতো ভয় পায়। আপনার এই সাহস দিয়ে সমাজের আবর্জনা দূর করবেন।’ 

 

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘মোরছালীন বাবলার পত্রিকা যুগের চিন্তা পত্রিকার লেখনীতে আমরা অনেক বেশি উজ্জ্বীবিত হই।’

এনায়েতনগরের বিশিষ্ট ব্যবসায়ী শামীম হাসান বলেন, ‘যুগের চিন্তা আমাদের সকলের প্রিয় পত্রিকা। মোরছালীন বাবলাকে সামনাসামনি দেখার ইচ্ছা ছিল, আজ এটি পূরণ হয়েছে। আমরা তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত। নারায়ণগঞ্জ আইয়্যামে জাহিলিয়াতে চলে গিয়েছিল, কিন্তু সুন্দর নারায়ণগঞ্জ গড়তে কিছু লোক কাজ করেছেন, মোরছালীন বাবলা কলম সেনানীদের অগ্রভাবে। আইভী যেমন নারায়ণগঞ্জে প্রতিবাদ করা শুরু করেছেন,মোরছালীন বাবলার   লেখনীও ক্ষুরধার।’

 

সাবেক ছাত্রনেতা ঝিলিমিলি খেলাঘরের সভাপতি মো. শাহজালাল বলেন, যুগের চিন্তা তার প্রকৃত কাজটি অব্যাহত রাখবে আমরা সেটিই প্রত্যাশা করি।

সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম যুবায়ের, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা শহিদ শহিদুল্লাহ’র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা  বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সাউদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোহলা বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, এনায়েতনগরের বিশিষ্ট ব্যবসায়ী শামীম হাসান, সাবেক ছাত্রনেতা ঝিলিমিলি খেলাঘরের সভাপতি মো. শাহজালালসহ এলাকার মুরুব্বী, যুবক ও সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 

এই বিভাগের আরো খবর