যোগ্য প্রতিদ্বন্দ্বী না থাকায় শামীম ওসমান নির্ভার

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনে বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় কেবলমাত্র আওয়ামী লীগের নেতাদের মাঝে এক ধরনের নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সাধারন মানুষের মাঝে এবারের এই নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই বললেই চলে।
তাই গতকাল এই আসনের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা মনে করেন এবারও কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে সেটা হলো একতরফা একটি নির্বাচন। আর এই নির্বাচনে শামীম ওসমানকে জয়ী হতে জনগনের ভোট লাগবে না। এ ব্যাপারে ফতুল্লা কাশীপুর নাগবাড়ি এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, আমি আওয়ামী লীগের সমর্থক। শামীম ভাইকে ভোট দেবো।
কিন্তু বাস্তবতা হলো আমরা মনে করি শামীম ভাই এরই মাঝে জয়ী হয়ে গেছেন। এখন ৭ জানুয়ারী একটি আনুষ্ঠানিকতা বাকী রয়েছে মাত্র। তিনি আরো বলেন এবারের এই নির্বাচনে যদি বিএনপি অংশ নিতো তাহলে শামীম ভাইয়ের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হতো। কিন্তু সেটা হচ্ছে না। তিনি আরো বলেন হয়তো ৪/৫ শতাংশ ভোটার ভোট কেন্দ্রে যাবেন এবং তারা সকলেই হবেন আওয়ামী লীগের কট্টর ভোটার।
তাই এবার শামীম ওসমানকে জয়ী হতে খুব বেশি ভোট লাগবে না। এ সময় তাকে প্রশ্ন করা হয় লাঙ্গলের একজন এবং তৃনমূলের একজন প্রার্থীতো আছে। তারা কি করবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা কারা তাদেরকে কেউ চিনে না। শামীম ওসমানের মতো প্রার্থীর সাথে যদি এই ধরনের বরকি টাইপ প্রার্থী নামানো হয় তাতে কি হবে? তাদেরতো দশটি ভোটও নেই এবং যাদের কথা বললেন তাদেরকে কেউ চিনেন না বলে তিনি জানান।
এদিকে এই আসনের আরো অনেকে সাথে আলাপ করলে তারা সকলেই এই এক ধরনের মতামতই প্রকাশ করেন। তারা বলেন এক মাত্র নৌকা ছাড়া আর যারা ইলেকশান করছেন তারা পঞ্চাশজন লোকের একটি মিছিল করার লোকও পাবেন না। তাই নির্বাচনটি যদি যথা সময়ে হয়ে যায় তাহলে এবার ভূমি ধস বিজয় লাভ করবেন শামীম ওসমান এমপি।