বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

র‌্যাব পরিচয়ে ডাকাতি: রিয়াজ রিমান্ডে

কোর্ট রিপোর্টার

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

রূপগঞ্জের একটি ডাকাতি মামলায় সন্দেহভাজন প্রমাণিত হওয়ায় রিয়াজ হাওলাদার (১৯) নামের এক যুবককে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ হুমায়ুণ কবীর এর আদালতে এ রিমান্ডের আদেশ দেন। রিয়াজ হাওলাদার ঢাকা মিরপুরের মো. টিপু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মো. হাবিব হাওলাদারের ছেলে। রিয়াজ বরিশালের পিংওলাকাঠি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফেরদুসী বলেন, আসামীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, বাদী মো. গাজীউর রহমান গত ১৯ মার্চ সকালে নগদ ৭০ লাখ টাকা নিয়ে তার মাইক্রোবাসে করে নিজ এলাকা বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর গাড়ীটি রূপগঞ্জ থানাধীণ যাত্রামুড়া এলাকায় পৌছালে একটি সাদা রঙয়ের নোয়া বাদীর গাড়ীটি থামিয়ে দেয়। সে সময় নোয়া গাড়ীতে থাকা র‌্যাবের পোকাশ পড়া ৫ জন লোক যাদের দুইজনের হাতে ২টি পিস্তল ছিল, একজনের হাতে হকিষ্টিক ছিলো ও আরেক জনের হাতে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ ছিল। তখন তারা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে বাদীর গাড়ির চালক নওশাদ (২৭)কে গাড়ীর ভিতরে ইয়াবা ট্যাবলেট আছে বলে অভিযোগ দিয়ে ৫ জনই গাড়ির ভিতরে বসে। পরে বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ৭০ লাখ টাকা, ৩ টি আইফোন, ২টি অপু ও ১টি স্যামসগ ফোন লুন্ঠ করে নিয়ে যায়। পরে বাদী মো. গাজীউর রহমান রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। 

এই বিভাগের আরো খবর