Logo
Logo
×

রাজনীতি

রাজনীতিতে দলবাজি থেকে ডিগবাজি আকরাম-তৈমূরের  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

রাজনীতিতে দলবাজি থেকে ডিগবাজি আকরাম-তৈমূরের  
Swapno


নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও বিএনপির রাজনীতিতে এক সময়ের আদর্শিক নেতারা দলবাজি থেকে ডিগবাজি মেরে রাজনীতিতে কলঙ্কিত ইতিহাস রচনা করে যাচ্ছেন। যেটা সদ্য বিএনপি ত্যাগ করা তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার দলবাজি থেকে ডিগবাজি দিয়ে তৃণমূল বিএনপি নামক অংশগ্রহণ করে কলঙ্কিত ইতিহাসের জন্ম দিয়েছেন।

 

 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের এক সময়ের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এস এম একরাম নৌকা প্রতীকে সাংসদ হয়ে নাগরিক ঐক্যে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসনেই নির্বাচন করে তার রাজনীতিতে আদর্শের বিচ্যুতি ঘটিয়ে ইতিহাস ঘড়েছিলেন।

 


সূত্র বলছে, দেশের রাজনৈতিক অঙ্গনে “তৃণমূল বিএনপি” নামক নতুন একটি দলের উত্থান ঘটেছে। দলটি আত্মপ্রকাশের পর থেকেই সমালোচনায় পঞ্চমুখ ছিল।

 

 

কিন্তু দলটি কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহুর্তে বিএনপির এক সময়ের আলোচিত নেতা তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপি যোগদান এবং মহাসচিব পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন এমন খবর দেশের রাজনৈতিক অঙ্গন বিশেষ করে বিএনপিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় শেষতক তৃণমূল বিএনপির কাউন্সিলে মহাসচিব পদে স্থান পান সদ্য বিএনপি ত্যাগ করা তৈমুর আলম।

 

 

তৃণমূল বিএনপিতে মহাসচিব পদে স্থান পাওয়ার পর থেকেই বিএনপি সমর্থিত নেতারা তাকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করতে শুরু করে দেন। কারণ তিনি বিএনপির এক সময়ের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ জেলায় বিএনপির রাজনীতি বিশেষ অবদান থাকা সত্ত্বেও দলীয় আদর্শের বিচ্যুতি ঘটিয়ে যোগ দিয়েছেন তৃণমূল বিএনপি নামক বিএনপির আদর্শ ও নীতির বাহিরের ভিন্ন ধর্মী একটি দলে এবং মহাসচিব হয়েছেন।

 

 

রাজনীতিতে তৈমুর আলমের এমন সিদ্ধান্ত কোন ক্রমেই বিএনপি সমর্থিত নেতাকর্মীরা সহজ ভাবে নিতে পারছে না কারণ বিএনপি তাকে বিআরটিসির চেয়ারম্যান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাও করেছিলেন। সেখানে তিনি বিএনপির সিদ্ধান্তের বাহিরে গিয়ে মেয়র নির্বাচন করে দল থেকে বহিষ্কৃত হন।

 

 

কিন্তু বহিষ্কৃত হয়েও বিএনপির দুঃসময়ে আন্দোলন সংগ্রামে পাশে থেকে সহযোগীতা করেও হঠাৎ আচমকা তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে সমালোচনার ঝড় তুলেন। এতে করে বিএনপি সমর্থিত নেতারা তার রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলে তীর্যক মন্তব্য করতে থাকেন।

 

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের এক সময়ের প্রভাবশালী নেতা এস এম আকরাম জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছিলেন। যিনি আওয়ামীলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে উত্থান ঘটিয়েছিলেন এবং আওয়ামীলীগের টিকিটে ১৯৯৬সালের জাতীয় সংসদ নির্বাচরে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মত সংসদ হন।

 

 

এছাড়া আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে বেশ কয়েকটি সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাও করেন। কিন্তু সে ব্যক্তিই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন এমনটি আওয়ামীলীগে ত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দিয়ে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ঐক্যের ফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচন করেন।

 

 

কিন্তু রাজনীতিতে এস এম আকরামের দল বদলের ফলে তার নির্বাচনী এলাকায় ভোটাররা তার রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলেন। কারণ তিনি নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী হয়েও নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে সর্বশেষ বিএনপির ধানের শীষ প্রতীকেও নির্বাচন করেছেন।

 

 

যার কারণে তার নির্বাচনী এলাকায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জল্পনা কল্পনা চলছে তিনি আগামী নির্বাচনে কোন দল বা কি প্রতীকে নির্বাচন করছেন। কারণ ইতিমধ্যেই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ পদ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

 

 

তবে এস এম আকরাম ও তৈমুর আলম খন্দকার রাজনৈতিক দলগুলোতে অংশগ্রহণ করে দলবাজি করেও শেষতক দলগুলোর সাথে ডিগবাজি মেরে রাজনীতিতে কলঙ্কিত ইতিহাস রচনা করেছেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন