বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

রাশিয়ায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১  

করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে রাশিয়ায়ও। ফের বাড়ছে সংক্রমণ ও রোগী মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় ৮১৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। শুক্রবার এ তথ্য জানায় রয়টার্স। তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত ছয় সপ্তাহ ধরে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অর্ধেকে নেমেছে।


গত জুলাই মাস থেকে রাশিয়ায় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। মস্কোয় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৯ জন। আর শুক্রবার পর্যন্ত মস্কোতে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৭৭ জন। রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় ১৫ কোটি। এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ৫৭ হাজার ৬৮ জন এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৮৬৪ জন।

 

বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনোরকম তথ্য প্রকাশ না করেই গত বছর আগস্ট মাসে স্থানীয়ভাবে টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল দেশটি। অথচ ধীরগতিতে টিকাদান কার্যক্রমের জন্য সরকারকে দুষছে সাধারণ মানুষ। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার ৬০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ক্রেমলিন।

এই বিভাগের আরো খবর