Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিক নিহত

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৮:৪২ পিএম

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিক নিহত
Swapno

 

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় তানভীর (৩০) নামের ওই কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন আরএসপিএল কারখানায় এ ঘটনা ঘটে। নিহত তানভির সুনামগঞ্জ জেলার জলিলপুর এলাকার আলী আহমেদের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিরাজ বলেন, রূপসী এলাকার আরএসপিএল নামের সাবান ও ওয়াশিং পাওডার তৈরির কারখানার ভেতরে কাভার্ডভ্যানের চাপায় ওই শ্রমিক নিহত হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন