বুধবার   ১৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

রূপগঞ্জে গাড়ি ভাঙচুরে বিএনপি’র চার নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১  

রূপগঞ্জে গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সহযোগী সংগঠনের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল মিয়া, যুবদলের নেতা বাবু ভূঁইয়া, মিলন মিয়া ও ছাত্রদলের নেতা রাকিব মিয়া।

 

সোমবার (২৯ মার্চ) রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে  এ ঘটনায় ৫৫ জনকে আসামিকে করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এই মামলার সাথে হেফজতের হরতালের কোন সম্পর্ক নেই। হরতালের পর বিএনপির এই নেতাকর্মীগণ ভুলতা এলাকায় গাড়ি ভাঙচুর করে। সেখান থেকে গাড়ি ভাঙচুরের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।

 

মামলার এজাহারে বলা হয়, রোববার সন্ধ্যায় ভুলতা সাওঘাট এলাকায় একটি ট্রাক ভাঙচুরের সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
 

এই বিভাগের আরো খবর