শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

লোক ও কারুশিল্পের জন্য ১৪৭ কোটি টাকা বরাদ্দ:সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বাংলাদেশ লোক ও কারুশিল্পের জন্য ১৪৭ কোটি টাকার বরাদ্দ হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই কাজ দৃশ্যমান হবে।

 

সোমবার (১ মার্চ) বিকেলে সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারু শিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই এই লোকশিল্প যেমন প্রতিষ্ঠিত হয়েছিলো, তেমনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লোকশিল্প এগিয়ে যাবে। 

 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব বদরুল আরেফিন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর