Logo
Logo
×

রাজনীতি

শফিউদ্দিন প্রধানের উদ্যোগে সেলিম ওসমানের পক্ষে দোয়া মাহফিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

শফিউদ্দিন প্রধানের উদ্যোগে সেলিম ওসমানের পক্ষে দোয়া মাহফিল
Swapno

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের মনোনীত প্রার্থী সেলিম ওসমানের পক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) শহরের নন্দীপাড়া এলাকার বাইতুল মাহফুজ জামে মসজিদে সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের উদ্যোগে জুমআর নামাজের পর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এর আগে জুমআর নামাজের খুৎবার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্য শহর ও বন্দর এলাকায় উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য সেলিম ওসমানের জন্য ভোট প্রার্থনা করেন। সেই সাথে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান করেন। দোয়া মাহফিলে দল মত নির্বিশেষে উপস্থিত সকলেই নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান যেন আবার সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন সেই দোয়া করেন। সেই সাথে তাঁর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জন্য দোয়া করা হয়। একই সাথে তাদের উভয়ের সুস্থতা কামনা করা হয়।

 

মুসল্লিদের উদ্দেশ্যে শফিউদ্দিন প্রধান বলেন, আমরা যে যে দলই করি যদি একজন ভালো মানুষ পাওয়া যায় তাহলে নির্দলীয়ভাবে তাকে সমর্থন করা যায়। যার বিরুদ্ধে কোনো স্বজনপ্রীতির অভিযোগ নাই। যিনি একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। স্কুল-মাদ্রাসা গুলোতে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিল্ডিং করেছেন। নিজের ব্যক্তিগত তহবিল থেকে কাজ করে যাচ্ছেন।

 

যেখানে জনপ্রতিনিধিরা সরকারি টাকা আত্মসাত করে সেখানে সরকারি টাকা দিয়ে কাজ করছেনই ব্যক্তিগত তহবিল থেকেও উন্নয়ন কাজ করছেন। তিনি একজন ব্যবসায়ীবান্ধব মানুষ। হাসপাতালের বেডে শুয়ে থেকেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের জন্য মডেল। উনার মতো কেউ পরিশ্রম করেন না।

 

তিনি আরও বলেন, সেলিম ওসমানের বেলায় কোনো দল নেই। নারায়ণগঞ্জে কোনো শ্রমিক অসন্তুষ নেই। আমরা সকলে মিলে তার জন্য কাজ করে যাবো। সেলিম ওসমানের জন্য দল মত নির্বিশেষে আমরা ভোটকেন্দ্রে যাবো। আমি মনে করি একটা পুণ্যের কাজ নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য আমরা সেলিম ওসমানকে বেছে নিবো। আমরা বাড়ি বাড়ি গিয়ে সভা করবো। আপনাদের সবাইকে নিয়ে বসবো। আপনারা সকলেই তার জন্য মন থেকে দোয়া করবো। আমরা যেন সেলিম ওসমানকে জয় উপহার দিতে পারি।

 

তার আগে গত ৩০ নভেম্বর থেকে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন সেলিম ওসমান। এই আসনটিতে আওয়ামী লীগ থেকে কাউকে মনোনয়ন দেয়া হয়নি। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন