শফিককে দমাতে বক্তাবলীতে নোংরা রাজনীতি

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শফিক মাহমুদের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। তার ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্থানীয় সাংসদ শামীম ওসমানের ছবি সম্বলিত শফিক মাহমুদের ফেস্টুন ভাংচুর ও নামিয়ে ফেলার ঘটনায় বক্তাবলীর আওয়ামী লীগের নেতারা নিন্দা প্রকাশ করেছে।
একই সাথে যারা এই ধরনের নোংরা রাজনীতিতে মেতে উঠেছে তাদের শাস্তির আওতায় আনার দাবী তুলেছেন খোদ ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা। এই ঘটনায় বক্তাবলীতে তীব্র সমালোচনা ঝর বইছে।
এই ঘটনায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ জানান, আমাদের বক্তাবলীতে এখন আওয়ামী লীগের বা সহযোগি সংগঠনের কোন কমিটি নেই। আমি বিভিন্ন সময় কমিটি গঠনের জন্য তাগিদ দিয়ে আসছি থানার নেতাদের কাছে। তাছাড়া এখানকার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আমি সভাপতি প্রার্থী হই।
তারা আমাকে কোন ভাবে দমাতে না পেরে এখন এমার ব্যানার ফেস্টুন নিয়ে একটি কুচক্র মহল নোংরা রাজনীতিতে নেমেছে। যা দলের নেতা কর্মীরা তাদের ধিক্কার জানিয়েছেন। যারা এ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দল কোন ব্যবস্থা না নিলে আগামীতে এরকম কার্যক্রম বেশী করে হবে। আমি আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
এলাকাবাসি জানান, বক্তাবলীর চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু বলে পরিচিত সুলতানের পুত্র মোঃ জুয়েল ও বদুর পুত্র আকাশ সহ অজ্ঞাত নামা আরো ১০/১২ জন মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সংসদ সদস্য শামীম ওসমানের ছবি সম্বলিত ফেস্টুন ছিড়ে ভাংচুর করে নামিয়ে ফেলে।
এ ঘটনায় বক্তাবলী জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সেই সাথে স্থানীয়রা প্রশ্ন তুলেন তারা কার সাহসে এই ধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটানোর সাহস পান। তাদের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেয়ার দাবী তুলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সরেজমিন ঘুরে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শফিক মাহমুদ ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেশ কিছু ফেস্টুন ও ব্যানার বক্তাবলী ফেরিঘাট হতে বিভিন্ন এলাকায় সাটিয়ে দেন।
স্থানীয় দুর্বৃত্ত জুয়েল, আকাশ এর নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত শফিক মাহমুদের টানানো ফেস্টুন ভাংচুর করে ছিড়ে ফেলে এবং নামিয়ে বক্তাবলী বাজারস্থ আওয়ামী লীগের অফিসে রেখে দেয়। এ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানান, যারা এ জঘন্য কাজ করেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দলের জন্য ক্ষতিকর। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে এরকম কার্যক্রম আরো ব্যাপকভাবে পরিচালিত হবে। এতে করে দলের ভিতর বিরোধ ও মনোমালিন্য বৃদ্ধি পাবে ও দল ক্ষতিগ্রস্ত হবে।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য আছেন বলে জানান। এসময় পরে দিতে বলে তিনি ফোনকল কেটে দেন। এন.হুসেইন রনী /জেসি