বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

শামীম ও সেলিম ওসমান অনুসারী কাউন্সিলর প্রার্থীদের পরাজয়

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

# নেতাদের সমর্থন পেলেও জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে


যদিও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শুধু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে দলীয় কোন প্রতীক নেই। তবে এরপরেও নাসিকের ২৭টি ওয়ার্ডে এমপি শামীম ওসমান এবং সেলিম ওসমানের সমর্থন নিয়েছেন এমন বেশ কিছু হেভীওয়েট প্রার্থীদের উপর সকলের নজর ছিল।

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে  বেশ কয়েকজনকে সমর্থন দিয়েছিলেন। এরমধ্যে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের ছেলে মাহমুদুর রহমান, ২নং ওয়ার্ডে আমিনুল হক রাজু, ৪ নং ওয়ার্ডে আরিফুল হক হাসান, ৫ নং ওয়ার্ডে আনিসুর রহমান আনিস, ৬ নং ওয়ার্ডে সিরাজ ইসলাম  মন্ডল,৭ নং ওয়ার্ডে সবুজ শেখ, ৮ নং ওয়ার্ডে মহসিন ভুঁইয়া, ১১ নং ওয়ার্ডে এবিএম সাইফুল হাসান রিয়েল, ১৪ ওয়ার্ডে শফি উদ্দিন প্রধান, ১৫ ওয়ার্ডে মাকছুদুল হোসেন রকি, ১৬নং ওয়ার্ডে কবির হোসেন, ২১ নং ওয়ার্ডে আজিজুল হক ,২২ নং ওয়ার্ডে খান মাসুদ, ২৩ নং ওয়ার্ডে দুলাল প্রধান, ২৬ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনু নির্বাচনে পরাজিত হয়েছেন। শামীম ওসমানের সমর্থন থাকার পরও ভোটাররা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। শামীম ওসমান যাদের সমর্থন দিয়েছিলেন তারা তাদের একনিষ্ট কর্মী। এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তাদের ব্যাপক ভরাডুবি হয়েছে বলে মনে করেন অনেকে।


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহুর্ত্ব পর্যন্ত  আইভী বিরোধী সভা করেছিলেন শামীম ওসমান। ঐ সভাতে আইভী যাতে নৌকা প্রতীক না পান সেজন্য ছকও কষেছিলেন এমন অভিযোগ উঠেছিল।  কিন্তু শেষ পর্যন্ত তার সমস্ত মিশন ব্যর্থ হয়। আইভীকে দলীয় প্রধান শেখ হাসিনা নৌকা প্রতীক তুলে দেন।  এরপরেই শামীম ওসমান ডার্ক সাইটে চলে যান। বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে  তিনি ডার্ক সাইটে গিয়ে সমর্থন দিয়েছেন বলেও একটি কথা চাউর রয়েছে শহরময়।

 

তৈমূর আলম খন্দকারের চেয়ে আইভী ৬৯ হাজার ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শুধু মেয়র প্রার্থীই নয় শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ জন কাউন্সিলরকে সমর্থন দিয়েছিলেন তাদেরও ভরাডুবি হয়েছে। উল্লেখিত ওয়ার্ডের ভোটাররা শামীম ওসমানের সমর্থন প্রত্যাখ্যান করে তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত কেেরছন। পরাজিত প্রার্থীরা তাদের নির্বাচনী ওয়ার্ডগুলোতে শামীম ওসমানের একনিষ্ট কর্মী হিসেবে পরিচিত। বিগত দিনে তাদের কর্মকান্ডের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেও মনে করেন অনেকে।

এই বিভাগের আরো খবর