Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীম ওসমানকে মনোনয়ন দেওয়ায় মোশারফ হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

শামীম ওসমানকে মনোনয়ন দেওয়ায় মোশারফ হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন
Swapno


নারায়ণগঞ্জ-৪৪ আসনের জন্য সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় এ কে এম শামীম ওসমানকে।  নারায়ণগঞ্জের আলোচিত এই আসনে আবারও শামীম ওসমানকে মনোনয়ন দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মোঃ মোশারফ হোসেন। শামীম ওসমানকে মনোনয়নের জন্য ঘোষণা দেওয়ার পরপরই তিনি গণমাধ্যম কর্মীদের জানান, শামীম ওসমান এ আসনে আবারো নৌকা পেয়েছে।

 

 

তাকে বিজয়ী করতে সম্ভাব্য যা যা করণীয় তা সবই আমরা করবো। শামীম ওসমান বিগত দিনে এই আসনে ব্যাপক উন্নয়ন করেছেন, তার উন্নয়ন কাজ এখনো চলমান রয়েছে।  তিনি যদি এবার পুনরায় নির্বাচিত হন তবে তিনি তার সকল কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এর ফলে জনগণ ভীষণভাবে উপকৃত হবে।  জনগণকে উন্নয়নের সুফল প্রদান করতে শামীম ওসমানকে জয়ী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

 

 

আমরা বিগত দিনে কুচুক্রি মহল যারা আগুন সন্ত্রাসের খেলায় লিপ্ত হয়ে জনগণের জান মালের ব্যাপক ক্ষতি করার চেষ্টা করছে তাদের রুখে দিতে পূর্বে মাঠে ছিলাম এখনো রয়েছি।  জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করে এবং শামীম ওসমানকে নির্বাচনী বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।  এছাড়াও, ০৭ জানুয়ারী ভোটের দিন নারায়ণগঞ্জ -০৪ আসনের সকল ভোটারদের আহ্বান করবো শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জয় যুক্ত করুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন