বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

শিথিল বাড়বে না, শুক্রবার থেকেই বিধিনিষেধ শুরু

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২২ জুলাই ২০২১  

ঈদকে কেন্দ্র করে শিথিল করা হয়েছিল করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘোষণা করা বিধিনিষেধ। কিন্তু এই শিথিল এর মেয়াদ আর বাড়ানো হবে না।

 

শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হচ্ছে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ। শিথিলের মেয়াদ বাড়ানোর ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

 

বুধবার (২১ জুলাই) রাতে তিনি গণমাধ্যমকে জানান, ২৩ জুলাই থেকে ১৪ দিনের বিধি-নিষেধ শুরু হচ্ছে। ফরহাদ হোসেন বলেন, বিধি-নিষেধ শিথিলতার মেয়াদ আর বাড়ছে না। ঈদের পরদিন বিধি-নিষেধ শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত।

 

এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে শাস্তির আওতায় নেওয়া হবে। কঠোর বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়।

 

এর আগে গত ১৩ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল ঈদের কারণে। আর ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবারও কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছিল।
 

এই বিভাগের আরো খবর