Logo
Logo
×

নগর জুড়ে

শীতলক্ষ্যায় চার নৌযানকে অর্থদণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

শীতলক্ষ্যায় চার নৌযানকে অর্থদণ্ড
Swapno

 

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৪টি নৌযানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

 

এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন এসময় প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি থাকায় এমভি মুসলিম জাহাজকে পাঁচ হাজার টাকা, এমভি জান্নাত পরিবহন জাহাজকে পাঁচ হাজার টাকা, এমভি সুমাইয়া পরিবহন জাহাজকে পাঁচ হাজার টাকা, এমভি মেঘনা জাহাজকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

 

উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, সন্ধ্যার পর নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার ৪ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সন্ধ্যা হতে রাত নয়টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ধ্যার পর বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ রয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন