বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে হলিউইলস স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে হলি উইলস স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

 

রোববার (১৭ অক্টোবর)  বিকেল ৩টায় গোদনাইলে হলি উইলস স্কুলের উদ্যোগে ও শেখ রাসেল শিশু সংসদ কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ৩টি গ্রুপে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম আখতার হোসেন, বিশিষ্ট সাংবাদিক সালাম জুবায়ের, স্কুলের পরিচালক রাফিয়া তাহমিন, চিত্রশিল্পী হোসেন মাহমুদ আরিফ, মাসুম চিশতি প্রমুখ। প্রতিযোগিতায় প্রায় শতাধিক ক্ষুদে শিশু-কিশোর চিত্রশিল্পী অংশগ্রহণ করে। এসময় স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশু শিল্পীরা অত্যন্ত মনযোগে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গ্রামীন প্রকৃতি ইত্যাদি বিষয়ে ছবি একেছে। এসময় শিশুদের আকা ছবি দেখে অভিভাবক ও প্রতিযোগিতার বিচারকরা মুগ্ধ হন। 

এই বিভাগের আরো খবর