Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিানার উন্নায়নের বার্তা তুলে ধরতে কালামের লিফলেট বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম

শেখ হাসিানার উন্নায়নের বার্তা তুলে ধরতে কালামের লিফলেট বিতরণ
Swapno

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের ক্ষমতায়নের ১৫ বছরের উন্নায়নের বার্তা জনসাধারণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম।


রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাইকারটেক হাটসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দেয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন মাহফুজুর রহমান কালাম। এ সময় বক্তব্যে মাহফুজুর রহমান কালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত প্রায় ১৫ বছরের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।


লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য ও সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য শামসুজ্জামান শামসু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরীর, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, শামিম, রাজিব প্রধান, সোনারগাঁ উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন