শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সংক্রমন বাড়লেও মাস্ক পড়তে অনীহা

ইমরান আহমেদ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

দিন দিন করোনা ভাইরাসের (কোভিড ১৯) সংক্রমন বৃদ্ধি পেলেও মাস্ক পড়তে অনিহা সাধারণ মানুষের। শনিবার সরেজমিনে শেখ রাসেল পার্কসহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ পরিবার নিয়ে কেউবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের মাঝে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। কারো কারো মাস্ক হাতে বা পকেটে। যদিও করোনা সংক্রমন রোধে সরকার ১৮টি প্রজ্ঞাপন জারি করেছে। তা মানতেও সাধারণ মানুষের মধ্যে এক ধরণের অনীহা। এ বিষয়ে চায়ের দোকানদার ইমাম হোসেন বলেন, আমি করোনাকালীন সময়ে এ পর্যন্ত মাস্ক পড়ি নাই। আল্লা যখন আমার মরণ লেইখা রাখবো তখন আমার মরণ এমনিতেই হইবো। মাস্ক পড়ে কি হইবো? আমি এই করোনা টরোনা মানি না। চাকুরীজীবী সোহাগ বলেন, আমার কাছে মাস্ক আছে। মাস্ক বেশীক্ষণ পড়লে মুখ ঘামিয়ে যায়, তাই কিছুক্ষণের জন্য পকেটে রেখেছি। একটু পরে আবার পড়বো। স্কুল শিক্ষার্থী ইরিয়ানা জান্নাতী সূরা বলেন, ছবি তোলার জন্য মাস্ক খুলে ব্যাগে রেখেছি। ছবি তোলা শেষে আবার পড়ে নেবো। এমনিতে বাসা থেকে বের হলে সবসময় আমি মাস্ক পড়েই থাকি। যদিও দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় করোনায় শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৩৪ জন নতুন রোগী। দেশে এখন পর্যন্ত ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বিভাগের আরো খবর