Logo
Logo
×

নগরের বাইরে

সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০১ পিএম

সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
Swapno



বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি উর্মি ঢালীর সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো.টিপু সুলতান এর সঞ্চালনায় ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

 

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ।

 

 

এবং সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এ.বি.এম আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ভিপি জামির হোসেন রনি।

 

 

এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছগীর আহমেদ, মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য কায়কোবাদ রুবেল।

 

 

এবং স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো.শফিউল বাসার বাবু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো.আল আমিন, তাহের উদ্দিন সানি সহ প্রমুখ।

 

 

এসময় ত্রি-বার্ষিকী সম্মেলনে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছিলেন মো.শফিউল বাসার বাবু ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন রফিকুল ইসলাম প্রধান ও রানা আহম্মেদ রবি।

 

 

আগামী এক সপ্তাহ মধ্যে সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী যাচাই-বাচাই করে ঘোষণা দেবেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন