Logo
Logo
×

রাজনীতি

সমাবেশ সফল করতে জেলা-মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম

সমাবেশ সফল করতে জেলা-মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি
Swapno

 

নারায়ণগঞ্জে ২৭ সেপ্টেম্বরের সমাবেশ সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও এই দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলি। এই সমাবেশকে মহাসমাবেশে রুপ দেয়ার জন্য ভূমিকা রাখবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিও। তবে সমাবেশটি হবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানারে এবং সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিন।

 

 

গতকাল গিয়াস উদ্দিন এই প্রতিনিধিকে জানিয়েছেন, সমাবেশটি ফতুল্লায় করার কথা থাকলেও সেখানে বিএনপির এই সমাবেশ করার মতো বড় কোনো মাঠ না থাকায় আমরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের কাছে যে বিশাল মাঠটি রয়েছে সেখানে এই সমাবেশ করবো। এতে জেলার সব থানার নেতাকর্মীদের যাতায়তও সুবিধাজনক হবে। তিনি আরো জানান সমাবেশে উপস্থিত

 

 

থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্নান্যের মাঝে আরো উপস্থিত থাকবেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু প্রমুখ। গিয়াস উদ্দিন আরো বলেন ২৭ সেপ্টেম্বরের এই সমাবেশ রুপ নেবে মহাসমাবেশে। আমরা  জেলার সব ইউনিটকে সর্বাত্বক প্রস্তুতি

 

 

নেয়ার নির্দেশ দিয়েছি। ইতমধ্যেই নেতাকর্মীদের মাঝে সমাবেশ সফল করার জন্য সাজ সাজ রব উঠেছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপিও সমাবেশে যোগ দেবে। এই সমাবেশে লাখো মানুষের ঢল নামবে ইনশাআল্লাহ। এদিকে এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

 

মহানগর বিএনপিও এই সমাবেশে যোগ দেবে। বলতে পারেন জেলা ও মহানগর বিএনপি মিলে এই সমাবেশকে ব্যাপক ভাবে সফল করে তুলবো ইনশাআল্লাহ। আমরাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। জেলা ও মহানগর বিএনপি মিলে এই সমাবেশকে মহাসমাবেশে রুপ দেয়া হবে বলে তিনি জানান। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন এবারের এই সমাবেশ স্বৈরাচার

 

 

সরকারের বিরুদ্ধে চুড়ান্ত আন্দোলনের অংশ হিসাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই সমাবেশ সফল করার জন্য আমরা একেবারে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সর্ব স্থরের নেতাকর্মীরা সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন। তিনি বলেন এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।

 

 

দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সারা দেশে মাঠে নেমে এসেছে মানুষ। তাই আগামী ২৭ সেপ্টেম্বর স্মরন কালের বৃহত্তম সমাবেশ অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জে। এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট বারী ভুইয়া বলেন, সরকারের সীমাহীন দমন পিড়নের মধ্যেও সারা দেশের মানুষ এবার তাদের ভোটের অধিকার ফিওে পাবার জন্য যেভাবে

 

 

জেগে উঠেছে তাতে এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তবে আমি মনে করি সরকার এখনো বিরোধী দলের দাবি না মানার পেছনে একটিই মাত্র কারন থাকতে পারে। আর সেটি হলো সীমাহীন ক্ষমতার লোভ আর লুটপাটের আকাংখা। কেনোনা এই অগণতান্ত্রিক ফ্যাসিষ্ট সরকার এরই মাঝে দেশকে একটি ব্যার্থ রাস্ট্রের দিকে ঠেলে দিয়েছে। দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে

 

 

ফেলেছে। ব্যবসার নামে অলিগার্ক গোষ্ঠি তৈরী করে এমন ভাবে লুটপাট চালিয়ে যাচ্ছে যে দেশের মানুষ এখন না খেয়ে থাকার উপক্রম হয়েছে। দ্রব্যমূল সহ মানুষের শিক্ষা, চিকিৎসা সহ সব কিছু এমন ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়েছে যে দেশের মানুষকে এখন অনাহাওে অর্ধাহারে থাকতে হচ্ছে। তাই আমরা মনে করি এবার এই স্বৈরাচারী সরকারকে কোনো রকম ছাড় দেবে না

 

 

জনগন। আমরা নারায়ণগঞ্জে বিশাল সমাবেশ করে এই সরকারকে বিদায় জানানোর ম্যাশেজ দিবো ইনশাআল্লাহ। একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তিনি এই প্রতিনিধিকে বলেন, রাজধানীর নিকটবর্তী এই নারায়ণগঞ্জ জেলায় বিএনপির এই সমাবেশ থেকে সরকারের বিদায় তরান্বিত করা হবে। এরই মাঝে সরকার যদি

 

 

জনগনের দাবি না মানে তাহলে অসহযোগ আন্দোলনের যে কথা এরই মাঝে মিডিয়ায় প্রকাশ হয়েছে হয়তো সেদিকেই মোড় নেবে সার্বিক পরিস্থিতি। আমরা নারায়ণগঞ্জে বিশাল সমাবেশ করে সরকারকে সেই বার্তা পৌঁছে দেবো ইনশাআল্লাহ।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন