Logo
Logo
×

রাজনীতি

সরকারের বিধান বাতিল করে গণতন্ত্রের ওপর আঘাত এনেছে : সালাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ পিএম

সরকারের বিধান বাতিল করে গণতন্ত্রের ওপর আঘাত এনেছে : সালাম
Swapno

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেছেন, আজ দেশ অরাজকতার মুখোমুখি। আমাদের চেয়ারপারসন শপথ নিয়েছিলেন এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র কায়েম করবো কোন আপোষ করবো না। ১৯৯১ সালে এরশাদের পতন ঘটিয়ে বিএনপি সরকার গঠন করেছিল।

 

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চারটি নির্বাচন করেছি। সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) একদফা দাবীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য।

 

 

ওরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্রের ওপর আঘাত এনেছে। আজ বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে। আজও তার মুক্তির জন্য আমাদের কথা বলতে হয়। আজ যদি জিয়াউর রহমানের শাসন বেগম খালেদা জিয়ার শাসন থাকত তাহলে এভাবে মায়ের বুক খালি হত না। আমাদের অনেক নেতাকর্মীকে তো খুঁজেও পাওয়া যায়নি।

 

 

তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজ বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আজ তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি খালাস পেয়েছিলেন তাই সেই বিচারককে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল।

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন