বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সর্বনিম্ন ফিতরা ৭০টাকা

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১  

এ বছর জনপ্রতি ফিত্রা সর্বনিম্ন ৭০ টাকা আর সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বনিম্ন ৭০ টাকা থাকলেও সর্বোচ্চ ছিল ২ হাজার ২০০ টাকা। এবার সর্বোচ্চ ফিত্রার পরিমান বৃদ্ধি করে ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়।

বুধবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

ইসলামি শরিয়াহমতে খেজুর, পনির, কিশমিশ, গম, আটা কিংবা যব এইসব পণ্যের যেকোনো একটির দ্বারা ফিতরা প্রদান করা যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনিরের বর্তমান যে বাজার মূল্য পাওয়া গেছে তার ভিত্তিতে ফিত্রার এই পরিমান নির্ধারণ করা হয়।