Logo
Logo
×

নগরের বাইরে

সাতদিন পর অগ্নিদগ্ধ হুমায়ুনের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

সাতদিন পর অগ্নিদগ্ধ হুমায়ুনের মৃত্যু
Swapno

 

বন্দরে চুরির প্রস্তুতি কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় অবশেষে অগ্নিদগ্ধ হুমায়ুন (২৮) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন। গত শনিবার (২ ডিসেম্বর) রাতে পৌনে ১০ টায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।

 

মৃতুবরনকারী হুমায়ুন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (২৫ নভেম্বর) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুরস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসায় রড চুরি করার সময় এ ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে ঢাকা শাহবাগ থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন