সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ লীগের সদস্য সচিব মো: সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল করেছেন শ্রমিক লীগের নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নাসিক ৬ নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র ভিত্তিক এলাকায় এই মিছিলটি বের করা হয়। এসময় শ্রমিক লীগের নেতাকর্মীরা শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের বিশাল এই মিছিলটি ভোটারদের জনসমুদ্রে পরিনত হয়।
মিছিল শেষে সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেতা একে এম শামীম ওসমানের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের লক্ষ্যে নৌকা মার্কার জন্য কাজ করার আহবান জানান।
পাশাপাশি দেশে অগণতান্ত্রিক পন্থায় দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে দেশি-বিদেশি একটি মহল। তারা যেন সেই ষড়যন্ত্রে সফল হতে না পারে এজন্য আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় সকল জনগণকে নিয়ে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
এবং নারায়ণগঞ্জের সিংহ পুরুষ নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার কান্ডারি জননেতা একে এম শামীম ওসমান কে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলেও জানান সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াছ মোল্লা, নাসিক ৬ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও আওয়ামী লীগ নেতা শেখ দেলোয়ার হোসেন।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র লীগের আহবায়ক কমিটির সদস্য ও নাসিক ৬ নং ওয়ার্ড মানিক সরকার, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ লীগের সদস্য মোঃ সোহেল বেপারী, শেখ পারভেজ হোসেন জিতু, মোঃ শাহআলম, মো: মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: আকাশ বেপারি, মোঃ শাকিল প্রধান, ছাত্র লীগ নেতা রনি গাজী, মো: অনিক, নিলয় মোল্লা, যুবলীগ নেতা রুবেল বেপারীসহ শ্রমিক লীগের হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।