Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের এ কী হাল !

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৪:১০ পিএম

সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের এ কী হাল !
Swapno

# সিদ্ধিরগঞ্জের ৭৩টি কেন্দ্রে হাতি পেয়েছে ৩৪ হাজার ৮৭৮ ভোট
# নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ৫৮ হাজার ৭১৩ ভোট
# শীঘ্রই সাজানো হবে মহানগর আওয়ামী লীগ


 নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রত্যাশিত জয় অর্জিত হয়েছে। তবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগ নেতাদের একাংশের অসহযোগিতার কারণে আইভীকে বাড়তি প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। অবশ্য ওসামনপন্থী আওয়ামী লীগ নেতাদের এই অসহযোগিতার বিষয়টি খুব ভালোভাবেই অনুধাবন করেছে কেন্দ্র। এবং সিটি নির্বাচন চলাকালীন সময়েই মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সূত্র জানিয়েছে, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা ২০১৩ সাল থেকে মহানগরের দায়িত্ব পালন করছেন। শহর ও বন্দর এলাকায় মহানগর আওয়ামী লীগ কিছুটা গোছানো হলেও সিদ্ধিরগঞ্জ একেবারেই অগোছানো। তাছাড়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া ওসমানপন্থী রাজনীতিতে জড়িত থাকার দরুণ আইভীর হয়ে নাসিক নির্বাচনে প্রথমে মাঠে নামেননি। সূত্র জানায়, কেন্দ্রে ডাকিয়ে নিয়ে যাওয়ার পরে তারা আইভীর কয়েকটি প্রচারণায় দৃশ্যমান হলেও নির্বাচনে গুরুতর ভাবে নামেননি বলে অভিযোগ উঠেছে। ওসমানপন্থী আওয়ামী লীগ নেতাদের উপর এমন অভিযোগের দরুণ মহানগর ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ কমিটি বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্র। নির্বাচন শেষ হলেও নির্বাচনে কার কী ভূমিকা ছিল তা নিয়ে বিশ্লেষণ চলছে। আরো বেশ কিছু কমিটি ভেঙে দিয়ে নতুন করে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র।

 

 সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানা আওযামী লীগ মজিবর রহমান ও হাজী ইয়াছিন মিয়ার বাইরে যেতে পারছেনা। যুগ্ম সম্পাদক ও নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা মৃত্যুবরণ করেছেন। তাছাড়া এই কমিটির বাকিরাও সভাপতি ও সাধারণ সম্পাদকের আজ্ঞাবহ।সভাপতি ও সাধারণ সম্পাদক ওসমাপপন্থী নেতা বিধায় মহানগরের শীর্ষ নেতা আনোয়ার হোসেনসহ অন্যান্যদের তেমন আমলে নেননা। আর যার দরুণ এখানকার ওয়ার্ড কমিটিগুলোও করতে পারেনি মহানগর আওয়ামী লীগ। আর যার প্রভাব পড়েছে এবারের নির্বাচনে। আইভী সিদ্ধিরগঞ্জের প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই অনেক কষ্টে জয়ী হয়েছে। অবাক করা বিষয় বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বেশিরভাগ কেন্দ্রেই অনেক ভোট পেয়েছেন। ওসমানপন্থী নেতাদের উপর হাতিকে সহযোগিতার যে অভিযোগ তাও আংশিক সত্য প্রমাণিত হয় নাসিক নির্বাচনে সিদ্ধিরগঞ্জে কেন্দ্রগুলোর ফলাফলে। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক হিসেবে দীর্ঘদিন পদ দখল করে আছেন ওসমানপন্থী নেতা মতিউর রহমান মতি, এছাড়া ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনগুলোর নেপথ্যেও মুজিুবর রহমান ও হাজী ইয়াছিন মিয়া।  

সূত্র বলছে,  ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নাসিক তৃতীয় নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১৯২টি কেন্দ্রে  ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। নির্বাচনে ৬৬ হাজার ৬৩৫ ভোটে জিতেছেন আইভী। তবে আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত সিদ্ধিরগঞ্জে আইভীর সাথে টক্কর দিয়েছে তৈমূর। আর এর নেপথ্যে ওসমানপন্থী আওয়ামী লীগ নেতাদেরই কারিশমা বলে জানিয়েছে সূত্র।

সিদ্ধিরগঞ্জের ৭৩টি ভোট কেন্দ্রের পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ১নং কেন্দ্র থেকে ৭৩নং ভোট কেন্দ্র ৮৮নং গোদনাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিম মার্কেট পর্যন্ত নৌকা ও হাতির ভোট পার্থক্য চিত্র দেখলেই বুঝতে পারা যায় নৌকার ঘাটি হিসেবে সুপ্রতিষ্ঠিত সিদ্ধিরগঞ্জে হাতির এতো ভোট পাওয়ার নেপথ্যে ভিন্ন কোন কারণ রয়েছে। সিদ্ধিরগঞ্জের ৭৩টি কেন্দ্রে হাতি পেয়েছে ৩৪ হাজার ৮৭৮ ভোট। নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ৫৮ হাজার ৭১৩ ভোট। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের পরও হাতির এতো ভোট পাওয়ার পেছনে বেশ কিছু কারণ অনুসন্ধান করে বের করেছে কেন্দ্র। শীঘ্রই যারা নৌকার বিপক্ষে ছিলেন তাদের বিরুদ্দে ব্যবস্থা নিতে যাচ্ছে কেন্দ্র।



এবারের সিটি নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ এ হাতি পেয়েছে ২৬৪ আর নৌকা পেয়েছে ৩৬৪ ভোট।  মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-২ এ হাতি পেয়েছে ৪২০ আর নৌকা পেয়েছে ৫৯৮ভোট।  মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-৩ এ হাতি পেয়েছে ৩৬৬ আর নৌকা পেয়েছে ৪৪৪ ভোট।  মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-৪ এ হাতি পেয়েছে ৪২০ আর নৌকা পেয়েছে ৫৪২ ভোট। ৯৮নং পাইনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এ হাতি পেয়েছে ৩৯৩, নৌকা ৪২৮ ভোট। হাজী সামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ে হাতি ৫৩৬ নৌকা ৫৯৯,  মা আমেনা মেমােরিয়াল কিন্ডারগার্ডেন স্কুলে হাতি ৫২৩, নৌকা ৫১৫ ফুলকলি ল্যাবরেটরী হাইস্কুল, পাইনাদি, (নতুন মহল্লা ) হাতি ৬৪৪ নৌকা ৫৭২, হিরাঝিল আইডিয়াল স্কুল, বাতানপাড়া হাতি ৫৩৪, নৌকা ৭১৬, বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিজমিজি হাতি ৬৩৩, নৌকা ৭৮৫, মিজমিজি পাইনাদি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ভোটকেন্দ্র-১ হাতি ৩৮৬ , নৌকা ৭৭৭, মিজমিজি পাইনাদি ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা, ভোট কেন্দ্র-২ হাতি ৪৩০, নৌকা ৬৮১ মিজমিজি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ হাতি ৫১৩, নৌকা ১১৩৫, মিজমিজি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র-২ হাতি ৩৮৫, নৌকা ১১৫৪, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ হাতি ২৮৪, , নৌকা ৯৪৬, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, ভোট কেন্দ্র-২ হাতি ২৩৮, নৌকা ৯১৯, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়,  ভোটকেন্দ্র-৩ হাতি ২৬৮, নৌকা ৮৯৮, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-৪ হাতি ৪৩৫, নৌকা ৫৩০, আনন্দলোক উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ হাতি ৩৭৭, নৌকা ৬৮১, আনন্দলোক উচ্চ বিদ্যালয়, ভোট কেন্দ্র-২ হাতি ৪৩৬, নৌকা ৬৮৩,  মাহমুদ ফেরদৌস মডেল স্কুল, বাগমারা হাতি ২৯৯, নৌকা ৫৬৬, সানারপাড় শেখ মরতুজা আলী উচ্চ বিদ্যালয়, সানারপাড় হাতি ৫২০, নৌকা ৫৯৩   গোল্ডেন চাইল্ড ইন্টাঃ স্কুল, নিমাইকাশারী হাতি ৩০৪ , নৌকা ৫৩৭, বদরুন্নেছা আইডিয়েল স্কুল এন্ড কলেজ, ভোটকেন্দ্র-১, রসুলবাগ হাতি ৩৮৬, নৌকা ৪৭৭,

 

 বদরুন্নেছা আইডিয়েল স্কুল এন্ড কলেজ, ভোটকেন্দ্র-২ হাতি ৪৫১, নৌকা ৫৮৩,  আলী আকবর মডেল হাই স্কুল, ভোটকেন্দ্র-১, রসুলবাগ হাতি ২৬৮, নৌকা ৫০৯, আলী আকবর মডেল হাই স্কুল, ভোটকেন্দ্র-২ হাতি ২৬৭, নৌকা ৪৯৬, ৯৯নং সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি  ৬৮৩, নৌকা ৭০৮, সানারপাড় রওশনআরা ডিগ্রী কলেজ, সানারপাড় হাতি ৪৭৭, নৌকা ৬২১, ৯৭নং সিদ্ধিরগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৬৪৩, নৌকা ১০১, হাজী ফজলুল হক মডেল হাই স্কুল, সিদ্ধিরগঞ্জ হাউজিং হাতি ৫১৫, নৌকা ৮৮৩, পানি উন্নয়ন বাের্ড উচ্চ বিদ্যালয়, আটি হাতি ৬৬১, নৌকা ৮৮৭, শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৮৩৫, নৌকা ৬৫২, শিমরাইল দারুচ্ছুনাহ নেছারিয়া ছালিহা সিনিয়র মাদ্রাসা হাতি ৪৮৬, নৌকা ৬৫৬, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এ্যান্ড কলেজ, ভোট কেন্দ্র-১ হাতি ৫৫১, নৌকা ১০৩৭,  সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এ্যান্ড কলেজ, ভোটকেন্দ্র-২ হাতি ৪৮৮, নৌকা ৬৬৫, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ, ভোটকেন্দ্র-৩  হাতি ৪১৯, নৌকা ৬২৭, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিদ্ধিরগঞ্জ রেবতিমোহন পাইলট স্কুল এ্যান্ড কলেজের পূর্ব পার্শ্বের ভবনের নিচ তলা হাতি ৬৪৭, নৌকা ১০৯৮,  সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় (নতুন ভবন) হাতি ২৮৭ , নৌকা ৬৭৭, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ (নতুন ভবন),  গোদনাইল হাতি ৭১৪, নৌকা  ১০০২, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভোটকেন্দ্র-২, পুরাতন ভবন) গোদনাইল হাতি ৪৮৪, নৌকা ৯৯৮, ৯৩নং সুমিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুমিলপাড়া হাতি ৩৬১, নৌকা ১১৩৬, নূরে মদিনা  মোহব্বিয়া বাদশা মেম্বার দীনিয়া মাদ্রাসা (কমপ্লেক্স) হাতি ১৮৭, নৌকা ৬৪৩, ৯৪নং চর সুমিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুমিলপাড়ায় হাতি ৩৬৩ নৌকা ১২০১, সফর আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়, সোনামিয়া মার্কেট হাতি ৩৮০, নৌকা ৪৯৬. আদমজী এ্যাকটিভ হাই স্কুল নতুন বাজার হাতি ৩০০, নৌকা ১০৩৪, ৯৫নং আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলী হাতি ৫৮১, নৌকা ১০৫৬, হৃদয় মনি ক্রিয়েটিভ স্কুল, নয়াপাড়া হাতি ৫৮৬, নৌকা ৬০০, এম, ডব্লিউ উচ্চ বিদ্যালয়, কদমতলী। হাতি ৪১৬, নৌকা ১০৭০, সরকারি এম.ডব্লিউ কলেজ, ভোট কেন্দ্র-১হাতি ৭৫৪, নৌকা ১২৫২, সরকারি এম,ডব্লিউ কলেজ,  ভোটকেন্দ্র-২ (পূর্ব পার্শ্বের মূল ভবন) কদমতলী হাতি ৮৮৩, নৌকা ১২০০, পপুলার ধনকুন্ডা হাই স্কুল, ভোট কেন্দ্র-১ হাতি ৫৮৮, নৌকা ১১৯১, পপুলার ধনকুল্লা হাইস্কুল, ভোটকেন্দ্র-২, ধনকুন্ডা হাতি ৮৫৫, নৌকা ১১৫১, হলি উইলস স্কুল হাতি ৩৯৮, নৌকা ৫৯৮, ৮৯নং তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ হাতি ৫৯৮, নৌকা ৬৬৩, ৮৯নং তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-২ হাতি ৩৫৮, নৌকা ৫৫৮, 

 

কেমব্রিজ কিন্ডারগার্ডেন, সৈয়দপাড়া হাতি ৪৯০, নৌকা ৬০৬, হলি উইলস মডেল স্কুল, ভুইয়াপাড়া হাতি ৬৮১, নৌকা ৯৪৫, ১০৪নং পাঠানটুলি আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৫৪৮, নৌকা ১১২০, এনায়েতনগর কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল হাতি ৭৪৯, নৌকা ৯৬৪, আব্দুল আজিজ বিদ্যানিকেতন হাতি ৫১৬, নৌকা ৮৫৮, ৯১নং জালকুড়ি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালকুঁড়ি হাতি ৪০৩, নৌকা ৭৯৪, জালকুঁড়ি হাইস্কুল এন্ড কলেজ, ভোটকেন্দ্র-১, জালকুঁড়ি হাতি ৫০৩, নৌকা ৭১৯ , জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজ, ভোটকেন্দ্র-২ হাতি ৩৪৪, নৌকা ৮০৩, জালকুঁড়ি হাইস্কুল এন্ড কলেজ, ভোটকেন্দ্র-৩ হাতি ৩৩৭, নৌকা ৬৮৫, ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৭৬৭, নৌকা ১৫১৯, পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, ভোট কেন্দ্র-১ (নতুন ভবন) হাতি ৬৬১, নৌকা ৯৫৯, পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়,  ভোটকেন্দ্র-২ হাতি ৫১৮, নৌকা ৯৯০, ৮৭নং গোদনাইল উত্তর বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতি ৪৯৫, নৌকা ৯১৯, গোদনাইল উচ্চ বিদ্যালয়, ভোট কেন্দ্র-১ (৪র্থ তলা ভবন) হাতি ৩১২, নৌকা ৬৯৯, গোদনাইল উচ্চ বিদ্যালয়,  ভোটকেন্দ্র-২ (২য় তলা ভবন) হাতি ৩০৪,  নৌকা ৬১১, লক্ষী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় হাতি ৫৬০, নৌকা ১১৪২, ৮৮নং গোদনাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিম মার্কেট হাতি ৩৭৫, নৌকা পেয়েছে ৯৫৫ ভোট।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন