বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় গ্রেফতার ৪ 

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দশটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত আসামিদের বাসা ও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসি মশিউর রহমান ও পরিদর্শক শরীফ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে চার আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেছে পুলিশ। আসামিদের মধ্যে সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান মৎস্যজীবী দল নেতা, জামায়াত নেতার ব্যক্তিগত সহকারী বিএনপি নেতা ও সমর্থক রয়েছেন বলে জানায় পুলিশ। আসামিরা হলেন: জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরের মোফাজ্জল হোসেন আনোয়ার (৩৯), নারায়ণগঞ্জ মহানগরের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেটের মামুন মিয়া (৩৯), জেলা জামায়াত নেতা আব্দুর রহমানের একান্ত ব্যক্তিগত সহকারী ও ২নং বিএনপির প্রচার সম্পাদক ফারুক হোসেন (৪০), বিএনপি সমর্থক মিজমিজি রহমতনগরের নুর উদ্দীন (৪২)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে মোফাজ্জল হোসেন আনোয়ার এজাহারনামীয়। বাকিদের অজ্ঞাত আসামি হিসেবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর