শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে জুয়ার আসর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

 

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে চলছে জুয়ার রমরমা আসর। এ আসরে জুয়া খেলে সর্বস্বান্ত হচ্ছে গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক ও এলাকার উঠতি বয়সী যুবকরা। সোমবার (৮ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড সংলগ্ন চান টাওয়ার এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়।  স্থানীয় সূত্রে জানা যায়, নাসিক ১নং ওয়ার্ডের চান টাওয়ারের সামনে কামাল হোসেন নামের এক চা দোকানির দোকানে দিবারাত্রি এ জুয়ার রমরমা আসর বসানো হয়। সেখানে ক্রিকেট ম্যাচ, ওভার প্রতি জুয়া ধরা হয় বলে দেখা গেছে। শুধু জুয়াই নয়, এখানে কিশোর গ্যাং সহ বহিরাগত অনেক লোকের আনাগোনা থাকে দিবারাত্রি। এর ফলে আশেপাশের বাড়িঘরের নারীদের ইভটিজিংসহ নানা হয়রানির শিকার হতে হয় কিশোর গ্যাং সদস্যদের দ্বারা। 

 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক টিসি রোড এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এলাকায় প্রকাশ্যে এমন রমরমা ক্রিকেট জুয়ার আসর বসে। অথচ কেউ তাদের কোনো বাধা দেয় না। আমাদের সন্তানরাও নিরাপদ নেই। কখন এদের সঙ্গে মিশে খারাপ হয়ে যায় সে ভয়ে থাকি সারাক্ষণ। শুধু জুয়া নয় এখানে কিছু কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে যাঁরা মাদক কারবারির সঙ্গে জড়িত।অপরিচিত মানুষ দেখলে জোরপূর্বক তাদের থেকে মোবাইল ফোনসহ টাকা পয়সা হাতিয়ে নেয়। 

 

এ বিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, আমার এলাকায় কোনো জুয়াড়ি থাকতে পারবে না। সকল জুয়াড়িদের বিরুদ্ধে খুব শিগগিরই একশন গ্রহণ করা হবে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, আমরা এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাই নি। তবে আমরা খুব শীঘ্রই জুয়ার ওইসব স্পটে অভিযান পরিচালনা করবো।

এই বিভাগের আরো খবর